ফিল্মফেয়ার বাংলার মঞ্চে জোর প্রস্তুতি ‘খোকাবাবু’-র, রইল দেবের সেই ভাইরাল ভিডিয়ো
গত ডিসেম্বরেই মুক্তি পেয়ে বক্স অফিস থেকে শুরু করে দর্শকের হৃদয়, দু’জায়গাতেই হইচই ফেলে দিয়েছিল দেব অভিনীত ছবি ‘টনিক’।আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি ‘কিশমিশ’।তবে তার আগেই দেবের আরও এক পারফর্মেন্সের অভিজ্ঞতার শরিক হওয়ার দিন গুনছে তাঁর ভক্তের দল। এবারের জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার (Joy Filmfare Awards Bangla) মঞ্চ কাঁপাবেন ‘খোকাবাবু’। তাঁর সেই চোখ ধাঁধানো পারফরম্যান্সের মহড়ার এক ঝলক নেটমাধ্যমে পোস্ট করেছেন দেব নিজেই। যে দেখে ইতিমধ্যেই উত্তেজনা ও আগ্রহ দুইই-এরই পারদ চড়েছে দর্শকদের মধ্যে।
বৃহস্পতিবার ১৭ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা। সেখানেই বাছাই করা তারকাদের সঙ্গে মঞ্চ কাঁপাবেন ‘টনিক’-তারকাও। তাঁর অভিনীত বিভিন্ন ছবির গানের মিশেলে সেই পাওয়ার প্যাকড পারফর্মেন্সের মহড়ার কয়েক ঝলক টুইট করে নিজের ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন দেব। আই সেইসব গানের মধ্যে রয়েছে দেবের কেরিয়ারের অন্যতম সুপারহিট গান ‘খোকাবাবু’-ও। এক দশক পেরিয়েও বাংলার পার্টি সং তালিকার এখনও উপরের দিকে জায়গা করে রেখেছে এই গান। সুজিত গুহ পরিচালিত ‘সেদিন দেখা হয়েছিল’ ছবির এই পার্টি অ্যান্থেম যে ফিল্মফেয়ারের চোখধাঁধানো, ঝলমলে সন্ধ্যাকে আরও জমজমাট করে তুলবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ফিল্মফেয়ার অনুষ্ঠানে নিজের অংশগ্রহণের ব্যাপারে নিজের মনোভাব জানিয়েছেন দেব। তাঁর কথায়, ভারতের অস্কার বলে যদি কিছু থাকে তাহলে তা ফিল্মফেয়ার-ই। করোনা অতিমারির সঙ্গে লড়াই করে প্রায় বছর দুয়েক পর সাধারণ জীবনে ফায়ার এসেছি আমরা। ধীরে ধীরে ফের একবার সিনেমা নিয়ে আগ্রহ বাড়ছে, আলোচনা হচ্ছে। যেমন আগে হতো। আমরা যে আবার ফিল্মফেয়ার বাংলা অনুষ্ঠানের অংশ হতে পারছি তা সত্যিই ভীষণ আনন্দের। তার উপর এই অনুষ্ঠানে নিজেও পারফর্ম করব ভেবে আরও ভালো লাগছে। বাঙালি হয়ে এরকম এক অনুষ্ঠানে পারফর্ম করতে পারাটা অত্যন্ত সম্মানের।’
প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেবের আগামী ছবি ‘কিশমিশ’। নবাগত পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্র-কে।
For all the latest entertainment News Click Here