ফিল্ডিংও করতে হয়নি, তাও রান নিতে আলসেমি, তাই পৃথ্বীকে বাদ DC-র, চাঁচাছোলা ডুল
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের শুরুর আগে থেকেই সমস্যায় পড়ে যায় দিল্লি ক্যাপিটালস দল। গাড়ি দুর্ঘটনার কারণে গুরুতর জখম হয়ে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন তিনি। ফলে নতুন অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নিয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর নেতৃত্বে চলতি আইপিএলের প্রথম পাঁচটি ম্যাচেই হারতে হয়েছে দিল্লিকে। যদিও ব্যাট হাতে ডেভিডের পারফরম্যান্স খুব একটা খারাপ নয়। দিল্লি যদিও তাদের ষষ্ঠ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে জয় পেয়েছে তবুও তাদের শিবিরে কোনওভাবে যেন কেটে গিয়েছে ছন্দ। এমনটাই মত প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক তথা বর্তমানে ধারাভাষ্যকার সাইমন ডুলের। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন গত ম্যাচে ডেভিড ওয়ার্নারের ডাকে সাড়া দিয়ে সহজ রান নেননি ‘অলস’ পৃথ্বী শ। আর তার খেসারত দিয়েই নাকি হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছে ডানহাতি এই তারকা ব্যাটারকে।
সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ পড়তে হয়েছে পৃথ্বী শ’কে। দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার ম্যাচে টসের পরে পৃথ্বীর বাদ পড়া নিয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, ‘আমরা জানি পৃথ্বী খুব ভালো একজন ক্রিকেটার। দলে ফিরে আসতে ও নিশ্চয় সেইভাবে কাজ করবে। দলে ফিরতে ও ক্ষুধার্ত, প্রতিজ্ঞাবদ্ধ। আমার পৃথ্বীর প্রতি পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে যে ও পরিশ্রম করে দলে ফিরে আসবে।’
এদিনের ম্যাচে ডেভিড ওয়ার্নার টসে জেতেন এবং টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। যদিও ব্যাটার ওয়ার্নার সেইভাবে কিছুই করে উঠতে পারেননি। ২১ বলে ২১ রান করে আউট হন তিনি। বিষয়টি নিয়ে ক্রিকবাজের সঙ্গে আলোচনা করতে গিয়ে সাইমন ডুল কার্যত বলেই ফেলেন যে পৃথ্বীকে নিয়ে ডেভিড ওয়ার্নারের কথা তিনি বিশ্বাস করছেন না। তাঁর মতে, ‘দীর্ঘদিন একভাবে তুমি কখনও চালিয়ে যেতে পারবে না। যদি পরিস্থিতি অনুকূল না হয় তাহলে সেটাকে বদলানোর চেষ্টা করতেই হবে। ডেভিড ওয়ার্নারকেও বুঝতে হবে এই মুহূর্তে ওঁর ফর্ম কেমন রয়েছে, ডেভিড কতটা কী করতে পারছে বা পারছে না। পাশাপাশি পৃথ্বীকেও সেটা উপলব্ধি করতে হবে। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে রান আউটের একটি পরিস্থিতিকে ঘিরে ডেভিড এবং পৃথ্বীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। দিল্লি যখন ফিল্ডিং করছিল তখন ডাগ আউটে বেঞ্চের পিছন দিকে ও (পৃথ্বী) বসেছিল। পরে যখন দিল্লির ব্যাটিংয়ের সময়ে ও নামে ওঁকে দেখে খুব অলস মনে হয়েছে। আমার মনে হয় না পৃথ্বী সম্পূর্ণ ফিট রয়েছে। ফলে ব্যাট হাতে ও রান পাচ্ছে না। তার উপর ওই রান আউটের পরিস্থিতি তৈরি হওয়া। খারাপ ফর্ম, মাঠে অলসতা সবমিলিয়েই আজ ওঁকে দল থেকে বাদ পড়তে হল।’
For all the latest Sports News Click Here