ফিলিপিন্সকে ১০০ রানে হারিয়ে ২০২৪ টি-২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল নিউ গিনি
বিশ্ব ক্রিকেটে এখন চলছে আসন্ন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি। সব দলগুলি নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেছে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলি একে অপরের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে। প্রতিটি দেশের সমর্থকরাও নিজেদের দলকে সমর্থনের জন্য তৈরি হচ্ছে। এমন সময় নিরবে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার রাউন্ড খেলা হচ্ছে। সেখানে নতুন রেকর্ড করল পাপুয়া নিউ গিনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপ রাষ্ট্র।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। আগামী বছরের জুন মাস থেকে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। তার আগে যোগ্যতা অর্জনকারী ম্যাচ চলছে এখন। পূর্ব এশিয়াভিত্তিক কোয়ালিফায়ার রাউন্ড চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবমতম সংস্করণে খেলতে চলেছে ওশিয়ানিয়া মহাদেশের দেশ পাপুয়া নিউ গিনি। যোগ্যতা অর্জনকারী ম্যাচে তারা মুখোমুখি হয় ফিলিপিন্সের। তাদেরকে হারিয়ে এই নতুন তকমা নিজেদের দিতে পেরেছে পাপুয়া নিউ গিনি। শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণই নয় নিজেদের ক্রিকেটের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানও করেছে তারা। এর সঙ্গে সঙ্গে ১০০ রানের বড় ব্যবধানে জয়ী হয়েছে নিউ গিনি।
এই মরণ-বাঁচন ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে তারা। জবাবে ফিলিপিন্সের ব্যাটাররা সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। মাত্র ১২৯ রানে থেমে যায় তাদের ইনিংস। ফিলিপিন্সের হাতে আরও তিন উইকেট থাকলেও নির্ধারিত ২০ ওভার ওভার শেষ হয়ে যায়। ফলে ১০০ রানের জয়ী হয় পাপুয়া নিউ গিনি।
পাপুয়া নিউ গুনেয়া ঘরের মাঠ আমিনী পার্কে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ফিলিপিন্সের অধিনায়ক ড্যানিয়েল স্মিথ। ব্যাট করতে নেমে শুরু থেকে চালিয়ে খেলতে থাকে পাপুয়া নিউ গিনি। ওপেনার টনি উরা ও অধিনায়ক ওপেনার আসাদ ভালা দুজনেই অর্ধশত রান করে যান। টনি করেন ৩১ বলে ৬১ রান। আসাদ করেন ৩৯ বলে ৫৯ রান। এই দু’জনের কাঁধে ভর করে বড় রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা। শেষের দিকে আর এক ব্যাটার চার্লস আমিনি ২৭ বলে ৫৩ রান করে যান। অপরদিকে ফিলিপিন্সের হয়ে দুটি করে উইকেট নেন লিয়াম মায়োট ও ফ্রান্সিস নরম্যান ওয়ালশ।
বড় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে থাকে ফিলিপিন্সের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক ড্যানিয়েল স্মিথ করেন ৩৪ রান। এটাই সব থেকে বেশি ব্যক্তিগত রান দলের মধ্যে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০০ রান আগেই থেমে যায় তাদের ইনিংস। পাপুয়া নিউ গিনি ধরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনো পর্যন্ত ১৫ টিম কোয়ালিফাই করেছে।
For all the latest Sports News Click Here