‘ফিরে এসো’, অভিনেতা দীপ সিধুর মৃত্যুর পর কাতর আর্তনাদ প্রেমিকা রীনার
স্বপ্ন পেতেছিলেন একসঙ্গে সংসার পাতবেন কিন্তু ভাগ্যের চরম পরিহাসে মাত্র ৩৭ বছর বয়সেই চলে গেলেন পঞ্জাবি অভিনেতা তথা সমাজকর্মী দীপ সিধু। গত ১৫ই ফেব্রুয়ারি এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দীপ সিধুর। গত বছর লালকেল্লায় হিংসার ঘটনায় নাম জড়িয়েছিল এই অভিনেতার, আর পঞ্জাব ভোটের ঠিক আগে দীপ সিধুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা গিয়েছে।
পঞ্জাব সীমান্তে ঘটা দুর্ঘটনার সময় দীপ সিধুর সঙ্গে গাড়িতেই ছিলেন প্রেমিকা রীনা রাই। হাসপাতালের বিছানায় শুয়েই পেয়েছেন ভালোবাসার মানুষকে চিরতরে হারিয়ে ফেলবার দুঃসংবাদটা। সোশ্যাল মিডিয়ায় প্রয়াত প্রেমিকের উদ্দেশে একটি বার্তা লেখেন রীনা। সেখানে ঝরে পড়ে তাঁর যন্ত্রণা। যদিও পড়ে সেই পোস্ট ডিলিট করে দেন রীনা।
‘আমি ভেঙে পড়েছি, আমি মৃত… দয়া করে তোমার সোলমেটের কাছে ফিরে এসো, তুমি তো কথা দিয়েছিলে বল যে এ জীবনে আমাকে ছেড়ে কোথাউ যাবে না… আমি তোমাকে ভালোবাসি আমার জান, আমার প্রাণ, আমার হৃদয়ের প্রতিটা স্পন্দন তুমি’, ইনস্টাগ্রাম পোস্টে লেখেন রীনা। তিনি আরও যোগ করেন, ‘আজ যখন আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি আমি শুনতে পাচ্ছি তোমার গলার স্বর, আমি জানি তুমি এখানেই আছো’। পরক্ষণেই অভিযোগের সুরে রীনা লেখেন, ‘জানো তো সোলমেটরা কেউ কাউকে ছেড়ে যায় না, তোমার সঙ্গে পরপারে দেখা হবে’।
দীপ সিধুর ভক্তরা রিমাকে মন শক্ত করবার কথা বলেছেন মন্তব্য বাক্সে। তিনি যাতে দ্রুত এই মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেন তেমনটাই প্রার্থনা সবার। গত ১৩ই জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন দীপ সিধুর প্রবাসী প্রেমিকা। মাত্র কয়েকদিনের মধ্যেই এমন এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলেন তিনি।
২০২১ সালের ২৬ জানুয়ারি দিল্লির লালকেল্লায় কৃষক বিক্ষোভের জেরে সামনে আসে দীপ সিধুর নাম। হিংসায় অভিযুক্ত হয়ে ধরা পড়েন দীপ। এরপর তাঁর কারাবাসও হয়। পরবর্তীকালে তিনি জামিনে মুক্তি পান। এদিকে, সামনেই রয়েছে ২০ ফেব্রুয়ারি পঞ্জাব নির্বাচন। তার আগে পঞ্জাবের জনপ্রিয় তারকা তথা লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত দীপ সিধুর মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
For all the latest entertainment News Click Here