ফিরে আসাটা সহজ নয়- নতুন চ্যালেঞ্জ নিয়ে ২২ গজে ফেরার প্রস্তুতি শুরু করলেন বুমরাহ
জসপ্রীত বুমরাহ কবে ২২ গজে ফিরবেন? এই নিয়ে নানা জল্পনা চলছেই। তার মাঝেই একটি ভিডিয়ো ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্বস্তি দেবে। কী সেই ভিডিয়ো? আসলে বাইশ গজে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের জোরে বোলার। আর সেই ভিডিয়োই শেয়ার করেছেন জসপ্রীত বুমরাহ।
পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি বুমরাহ। চলতি বছরের কুড়ি-বিশের বিশ্বকাপ তাঁর অভাব ভালোই টের পেয়েছে টিম ইন্ডিয়া। এমন কী এই চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হওয়া এশিয়া কাপেও খেলতে পারেননি তিনি। তবে এ বার বাইশ গজে ফেরার লড়াই শুরু দিলেন বুমরাহ। জিমে, মাঠে সর্বত্র গা ঘামাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার।
আরও পড়ুন: ভারত এশিয়া কাপ খেলতে না এলে, পাকিস্তানও যাবে না বিশ্বকাপে- রামিজ রাজা
বুমরাহ তাঁর টুইটার হ্যান্ডেলে নিজের একটি ওয়ার্ক আউটের ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘(ফিরে আসা) ও-সহজ নয়, তবে সব সময়েই এটি মূল্যবান।’ ফের অনুশীলনে ফিরতে পেরে যে বুমরাহ যে উচ্ছ্বসিত, সেটা তাঁর শরীরী ভাষাতেই প্রমাণিত। তবে ফিজিক্যাল ট্রেনিং শুরু করলেও, কবে থেকে বোলিং অনুশীলন শুরু করতে পারবেন সেই বিষয়ে কিছুই জানাননি বুমরাহ। তবে ভিডিয়োতে বেশ চনমনে লেগেছে ডান-হাতি পেসারকে।
আরও পড়ুন: আফগানদের টিম গেমের কাছে হার দাসুনদের, লঙ্কায় গিয়ে তাদের বিরুদ্ধে প্রথম জয় রশিদদের
সেপ্টেম্বর মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন তিনি চোট পান। তাঁর বদলে সেই সিরিজে নেওয়া হয় মহম্মদ সিরাজকে। চোটের পর থেকে তিনি বিসিসিআই-এর মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। সেই সিরিজের পর আর ২২ গজে ফেরা হয়নি বুমরাহের। তবে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল জসপ্রীত বুমরাহকে। কিন্তু তিনি বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠতে পারেননি। তার জন্য তিনি বাদ পড়েন। পরিবর্তে বিসিসিআইকে মহম্মদ শামিকে দলে নেয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বর জসপ্রীত বুমরাহ শেষ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে ৪ ওভার বল করে ৫০ রান দিয়েছিলেন তিনি। যদিও কোনও উইকেট পাননি তিনি। এ বার চোট সারিয়ে মাঠে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন তিনি। তবে বুমরাহকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। চোট সারিয়ে পুরো ফিট হলেই তাঁকে দলে ফেরানো হবে বলে বিসিসিআই সূত্রের খবর।
For all the latest Sports News Click Here