ফিরছে ‘সৌগুন’ জুটি তৃণা-কৌশিক, ধারাবাহিকে তিনের তরকা দেবে স্টার জলসার আরেক নায়ক
‘খড়কুটো’ শেষ হয়ে গেলেও সেই রেশ এখনও সকলের মনে থেকে গিয়েছে। গুনগুনের মৃত্যু দিয়েই শেষ হয়েছিল এই ধারাবাহিক, যা এখনও মেনে নিতে পারেননি তৃণা সাহার ভক্তরা। সেই সময় ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে এই নিয়ে নানা কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। তবে ফের ছোটপরদায় ফিরছেন তৃণা।
সৌগুন জুটিই ফিরছেন ছোট পরদায়। তৃণা সাহা আর কৌশিক রায়কে ফের একবার দেখা যাবে একসঙ্গে। সঙ্গে এই ধারাবাহিকে থাকার কথা রয়েছে ‘ধুলোকণা’র লালন ওরফে ইন্দ্রাশিস রায়। এই খবরে শিলমোহর দিলেন লীনা নিজে। জানালেন, ‘হ্যাঁ, নতুন একটা সিরিয়াল আসছে। তৃণা সাহা এবং কৌশিক রায় ছাড়াও ইন্দ্রাশিস রায় থাকছেন এই ধারাবাহিকে।’ তবে গল্প হবে একটু আলাদা। রাজনৈতিক প্রেক্ষাপটে প্রেমের গল্প ফুটে উঠবে।
তৃণা জানালেন, তিনি এখনও জানেন না ধারাবাহিকের ব্যাপারে বিস্তৃত তথ্য়। লীনার উপর ভরসাতেই হ্যাঁ করে দিয়েছেন। কৌশিক এখন বাইরে, ইন্দ্রাশীসের ধারাবাহিকের কাজ এখনও শেষ হয়নি। তাই তিনজনে একত্রে বসাও হয়নি। তবে এই খবরে খুব খুশি সৌগুন ভক্তরা। একসময় সৌজন্য আর গুনগুনের প্রেম তাঁদের মনে যে ঝড় তুলেছিল।
আপাতত স্টারজলসা আর জি বাংলায় আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সামনের সপ্তাহেই শুরু হওয়ার কথা রয়েছে স্টার জলসায় ‘বাংলা মিডিয়াম’-এর। এই ধারাবাহিকেও টিভির জনপ্রিয় জুটি নীল-তিয়াসা একসঙ্গে। ‘ত্রিনয়নী’ জুটি গৌরব আর শ্রুতি ফিরছে ‘রাঙা বউ’ নিয়ে। স্বস্তিকা দত্তও ফিরছেন লম্বা ব্রেক নিয়ে সিরিয়ালে, নাম ‘তোমার খোলা হাওয়া’। ‘এই পথ যদি না শেষ হয়’-এর সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় জুটি বাঁধছেন ‘সহচরী’র অরুণিমা হালদারের সঙ্গে। তাঁদের ধারাবাহিকের নাম ‘মন দিতে চাই’।
For all the latest entertainment News Click Here