ফিরছে বস? ‘চেঙ্গিজ’-এর সাফল্যের পর নতুন ছবি নিয়ে ভাবনা শুরু জিতের
চেঙ্গিজের সাফল্য এখনও ফিকে হয়নি তার মধ্যেই বড় খবর সামনে এল। জিৎ অভিনীত অন্যতম সুপারহিট ছবি সিরিজ হল ‘বস’। এবার সেই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসতে পারে। কানাঘুষোয় শোনা যাচ্ছে টলিউডের এই সুপারস্টার নাকি ভিতর ভিতর প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই ছবির।
টলিউডের অন্দরের খবর অনুযায়ী জিৎ ‘বস ৩’ ছবির পরিকল্পনা করছেন। যদি এই খবর সত্যি হয় তাহলে বাংলা বিনোদন জগৎ এবং বাংলা ছবির দর্শকদের জন্য একটা চমক হতে চলেছে। শুধু চমক নয় একটা বড় পাওনা হতে চলেছে এই ছবি।
‘বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘বস’ ২০১৩ সালে মুক্তি পেয়েছিল। এই ছবির, অর্থাৎ ‘বস: বর্ন টু রুল’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’ ছবিটি। সেখানেও প্রধান ভূমিকায় টলি পাড়ার এই দুই উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁদের সঙ্গে এই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরত ফারিয়া, প্রমুখকে দেখা গিয়েছিল। এবার এই ছবি সিরিজের তৃতীয় ছবি আসতে পারে।
জানা গিয়েছে ‘বস ৩’ হলে সেটির পরিচালকের আসনে থাকবেন বাবা যাদব। যদিও এই ছবিতে হাত দেওয়ার আগে অন্য একটি ছবি সারবেন বাবা যাদব। জানা গিয়েছে তিনি ‘বস ৩’ -এর কাজ শুরু করার আগে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানকে নিয়ে একটি নতুন ছবি বানাতে চলেছেন। আর সেই ছবিটিও একটি বাণিজ্যিক ছবি হবে। প্রসঙ্গত নুসরত এবং যশ দুজনেই এতদিন ‘শিকার’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। যশকে এই বছর ‘ইয়ারিয়া ২’ ছবিতে দেখা যাবে।
অন্যদিকে জিৎ এবং সুস্মিতা চট্টোপাধ্যায় অভিনীত ‘চেঙ্গিজ’ ছবিটি ইদের সময় মুক্তি পায়। এটিই প্রথম বাংলা ছবি ছিল যা হিন্দি এবং বাংলা ভাষা দুটোতেই মুক্তি পেয়েছিল গত দেশ জুড়ে। মোটের উপর বেশ ভালোই ব্যবস করে জিতের এই ছবি।
For all the latest entertainment News Click Here