ফিরছে ফুকরে, বরুণ শর্মা, রিচা চাড্ডা থাকলেও পোস্টারে দেখা মিলল না আলি ফজলের
আসছে ফুকরে ৩। আর সেই ঘোষণা করলেন স্বয়ং ফারহান আখতার এবং রীতেশ সিধ্বানি। এই ছবিতে মূল ছবির সমস্ত অভিনেতাদের দেখা যাবে বলেই জানা গিয়েছে। তবে মনে হচ্ছে থাকবেন না কেবল আলি ফজল। এই হিট ছবির নতুন সিক্যুয়েলের পোস্টারে রিচা চাড্ডা থেকে বরুণ শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, মনোজ সিং, পুলকিত সম্রাট, প্রমুখকে দেখা গেলেও, আলি ফজল ছিলেন না তাতে।
ফারহান আখতার মঙ্গলবার, ২৪ তারিখ ফুকরে ৩ ছবির দুটি পোস্টার টুইটারে শেয়ার করেন। আর সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘একদম যমুনাপার থেকে এবার হবে চমৎকার।’ একই সঙ্গে তিনি জানান এই ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। অর্থাৎ চলতি বছরের জন্মাষ্টমীর দিন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটির পরিচালনা করেছেন মৃগদীপ সিং লাম্বা।
প্রথম পোস্টারে রিচা চাড্ডাকে তাঁর পুরনো অবতারেই দেখা গেল, অর্থাৎ ‘ভোলি পাঞ্জাবান’ -এর বেশে তিনি একটি আঁখ দিয়ে তৈরি সিংহাসনে বসে আছেন। বরুণ শর্মা ওরফে এই ছবির চুচা শুয়ে আছেন মাটিতে। পঙ্কজ শর্মা এবং পুলকিত সম্রাটকে রিচার দুই পাশে বসে থাকতে দেখা যায়। অন্যদিকে মঞ্জত সিং ওরফে ‘লালি’কে সিংহাসনের পিছন দিয়ে উঁকি মারতে দেখা যায় প্রথম পোস্টারে।
দ্বিতীয় পোস্টারে এই ছবির প্রতিটি পুরুষকে দেখা যাবে। দেখে মনে হচ্ছে তাঁরা যেন সকলে একটি পিরামিড বানিয়ে ইঁটের দেওয়াল বেয়ে উঠতে চাইছেন। এই ছবির ট্যাগলাইন হল, ‘যমুনাপারের এক নতুন চমৎকার।’
গত বছরের জুন মাসেই এই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। আর সেই কথা স্বয়ং পরিচালক জানিয়েছিলেন। তিনি কেক কাটার একটি ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন ‘শ্যুটিং শেষ হল, ধন্যবাদ টিম ফুকরে ৩। তোমরা সকলে ভীষণ ভালো। আমাদের শ্যুটিংয়ের এই পাগলামো মিস করব।’
এই ছবির বিষয়ে বরুণ শর্মা ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, ‘ আমার মনে হচ্ছে এই ছবিটা দারুণ হতে চলেছে। এই ছবিটা আমাদের সবার জন্য দারুণ স্পেশাল। একটা নতুন শুরুর মতো। এত বছর পর সেই পুরোনো চরিত্র ফিরে পাওয়ার আলাদা মজা। আমরা সবাই ছবিটা নিয়ে দারুণ উচ্ছ্বসিত।’
For all the latest entertainment News Click Here