ফিরছে দেব-পরাণ জুটি, অভিজিতের হাত ধরে শীতে আসছে পরিবার ‘প্রধান’ ছবি
দেবের গরমের ছুটির প্লট বুক, পুজোরও। বাকি ছিল কেবল শীতের ছুটি। এবার সেখানে কোন ছবি নিয়ে আসছেন অভিনেতা সেটার একটা আভাস মিলল। এবারের শীতে আসছে প্রধান। আবার দেবের সঙ্গে জুটি বাঁধছেন অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেন।
তবে বর্তমান সময়ের টলিউডের অন্যতম সেরা ত্রয়ী অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন এবং দেব নন। এই ছবিতে থাকছে আরও এক চমক। টনিকের পর পরাণ বন্দ্যোপাধ্যায়কে আবার এই ছবিতে দেখা যেতে চলেছে। তবে না, টনিকে যে গল্প দেখা গিয়েছিল তেমন কিছুই এখানে দেখানো হবে না। ফলে এটা কোনও সিক্যুয়েল হচ্ছে না। বরং এবারের শীতে দর্শকদের জন্য ওঁরা আনছেন আদ্যোপান্ত এক পারিবারিক ছবি।
অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন, দেব অর্থাৎ প্রযোজক, পরিচালক এবং অভিনেতা মিলে ইতিমধ্যেই টনিক, এবং প্রজাপতির মতো দুটো সুপারহিট ছবি দিয়ে দিয়েছেন। এবারও কি সেই ধারা বজায় থাকবে? হ্যাট্রিক হবে কি? কী মনে করছেন ছবির নির্মাতারা? এই প্রসঙ্গে তাঁরা বলেন, ‘এটা তো আগে থেকে বলা যাবে না, কিন্তু হ্যাঁ এই ছবিগুলো হিট করার পর কাজের তাগিদ বেড়ে গিয়েছে। এর আগে সবার টনিক ভালো লেগেছিল। প্রজাপতি ছবিটা তার থেকেও বেশি ভালো লেগেছে। তাই আমাদের দর্শকদের আশা পূরণ করার জন্য অনেক বেশি দায়িত্ব বেড়েছে।’
টনিক বলুন কিংবা প্রজাপতি দুই ছবিতেই যেমন আবেগের ছোঁয়া ছিল, ছিল আমাদের বাস্তব জীবনের সঙ্গে বেশ কিছু মিল তেমনই ছিল হইহই করা মজা আর দারুণ সব ডায়লগ। ফলে দর্শকরা ধামাকা প্যাক পেয়েছিলেন দুটো ছবির ক্ষেত্রে। আর এই পরিচালক এবং প্রযোজক জুটিও তাই বেছে বেছে এমন ছবি বানান যা দর্শকরা উপভোগ করতে পারবেন। তাঁদের মতে হলে দর্শকরা আসেন বিনোদন পেতে, মন ভালো করতে। তাই তাঁরাও ফিল গুড ছবিই বানাতে চান।
কিন্তু প্রধান ছবির বিষয়বস্তু কী? এই ছবির বিষয়ে এখনও খুব বেশি কিছু জানা না গেলেও ছবির নির্মাতারা জানিয়েছেন এখানেও আমাদের রোজকার জীবনে ঘটা কোনও এক ঘটনাকেই তুলে ধরা হবে। থাকবে সামাজিক বার্তাও।
কিন্তু আবার দেব কেন? পরিচালক জানান এখানে এমন দুই মানুষের গল্প দেখা যাবে যাঁরা অজানা অচেনা হয়েও একে অন্যের কাছের হয়ে উঠবেন। আর তাঁদের কেন্দ্র করেই এই ছবির গল্প এগোবে। দেবের প্রসঙ্গে বলতে গিয়ে অভিজিৎ বলেন, ‘দেবের মধ্যে একটা সারল্য আছে। ও ভীষণই হাসিখুশি। ফলে আমাদের চরিত্রটার জন্য যেমন দরকার ঠিক তেমনটাই ও।’ তিনি দেবের এই ছবি এবং চরিত্রর বিষয়ে আরও বলেন যে এখানে দেবকে একদম নতুন লুকে দেখা যাবে।
নায়ক তো জানা গেল কিন্তু নায়িকারা কারা হবেন? এই বিষয়ে জানা গিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লিলি চক্রবর্তী থাকতে পারেন। যদিও এখনও সেটা ঠিক হয়নি। অন্যদিকে দেবের বিপরীতে কাকে দেখা যাবে সেটাও নিশ্চিত নয়। এখনও এই ছবির স্ক্রিপ্ট লেখা চলছে। দেবের প্রযোজনা সংস্থাই এটার প্রযোজনা করবে। শুভদীপ দাস সংলাপ লিখছেন এই ছবির।
গতবছর শীতে দেব মিঠুন মিলে প্রজাপতি উড়িয়েছিলেন বাংলার হলে। এবারের শীতে মুখোমুখি হবেন তাঁরা। দেবকে টক্কর দিতে শীতের ছুটিতে মুক্তি পেতে পারে মিঠুনের কাবুলিওয়ালা।
For all the latest entertainment News Click Here