ফিরছে তারা-সাকিনা জুটি, ‘গদর ২’-এর আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গদর’, কবে?
২০০১ সালে মুক্তি পেয়েছি ‘গদর: এক প্রেম কথা’। সানি দেওল এবং অমিশা প্য়াটেল অভিনীত ছবি বক্স অফিসে তুমুল ব্যবসা করেছিল। ফের ২২ বছর পর ফিরছে তারা আর সাকিনার প্রেম কথা! ২০২৩ সালে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল, যা নিয়ে অনেক প্রত্য়াশা রয়েছে ভক্তদের মধ্যে।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি নতুন অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ২০০১ সালে যে দিনে ‘গদর’ মুক্তি পেয়েছিল সেই দিনেই অর্থাৎ ১৫ জুন ছবিটি প্রেক্ষাগৃহে ফের মুক্তি করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই ছবির সিক্যুয়েলের শ্যুটিং শেষ হয়েছে। ‘গদর ২’ চলতি বছর ১১ অগস্ট মুক্তি পাবে।
‘গদর এক প্রেম কথা’ মুক্তির প্রসঙ্গে পরিচালক অনিল শর্মা পিটিআইকে বলেছেন, ‘আমার এটা জেনেই আনন্দ লাগছে যে, দর্শকেরা ফের প্রেক্ষাগৃহে ‘গদর এক প্রেম কথা’ দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন। ‘অবতার’, ‘বাহুবলী’-ও সিক্য়ুয়েল মুক্তির আগে প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল। আমরা প্রথম ছবিটি মুক্তির সমস্ত পরিকল্পনা করে ফেলেছি’।
আরও পড়ুন: ‘বেরিয়ে আসতে ৯ বছর সময় লেগেছে’, প্রাক্তন প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রতন রাজপুত
ফের একবার সানি-অমিশা জুটিকে রুপোলি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। প্রযোজনা সংস্থা জি স্টুডিও-র তরফে নতুন বছরে ‘গদর ২’ থেকে সানি দেওলের প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। গদর ২-এর এই লুকে কালো পোশাক আর পাগড়িতে দেখা গেল ‘তারা’ সানিকে। গালভর্তি চাপ দাড়ি। দু-দশক পর এখন অনেকটা পরিণত তারা, তবে তাঁর চোখের দৃপ্ত দৃষ্টি অটুট।
দেশভাগের প্রেক্ষাপটে তারা-সাকিনার প্রেমের গল্প উঠে এসেছিল ‘গদর’-এ। ছবির দ্বিতীয়ভাগে ধরা পড়বে এই জুটির ছেলে জিতে ওরফে চরণজিৎ-এর (উৎকর্ষ শর্মা) প্রেম কাহিনি। পরিচালক অনিল শর্মার ছেলে গদর-এ সানি-অমিশার ছেলের ভূমিকায় অভিনয় করেছিল, সিকুয়েলে হিরোর চরিত্রে থাকছে সে।
এইবার স্ত্রী নয়, ছেলেকে ফেরাতে পাকিস্তান যাবে তারা। বাবা-ছেলের সম্পর্ক ‘গদর ২’-এ অনেকটা জুড়ে থাকবে তা বেশ স্পষ্ট। উৎকর্ষের নায়িকার চরিত্রে থাকছেন সিমরত কৌর। প্রেমের টানেই পাকিস্তান যাবে জিতে, তেমনটাই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯ কোটি টাকায় তৈরি ‘গদর এক প্রেম কথা’, বক্স অফিসে ব্যবসা করেছিল ১৩৩ কোটি টাকার। সানি দেওলের তারা সিং এবং অমিশা প্যাটেলের সকিনার চরিত্র হৃদয়ে গেঁথে গিয়েছিল দর্শকদের। ফের একবার পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে সানি-অমিশাকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest entertainment News Click Here