ফিরছেন ‘পথ’-এর জনপ্রিয় নায়িকা অন্বেষা! যদিও জি বাংলাকে ছেড়ে ধরলেন জলসার হাত
ধারাবাহিকের নায়ক-নায়িকারা মানুষের মনে এমনভাবে জায়গা করে নেন যে ধারাবাহিক শেষ হলেও তাঁদের নিয়ে চলে চর্চা। মন খারাপের রেশ বহুদিন থেকে যায় অনুরাগীদের মনে। প্রিয় নায়ক-নায়িকার নতুন ধারাবাহিক আবার কবে আসবে তা নিয়েও চলতে থাকে রোজই খোঁজখবর নেওয়া। যা হয়েছে টিভি অভিনেত্রী অন্বেষা হাজরার সঙ্গেও। জি বাংলার ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ দিয়ে দর্শক মনে এমনভাবে জায়গা করে নিয়েছিলেন যে সিরিয়াল শেষ হওয়ার পরেও তাঁকে ভুলতে পারছেন না তাঁর অনুরাগীরা। ঊর্মি হয়ে এত ভালোবাসা কুড়িয়েছেন অন্বেষা যা হয়তো লিখে প্রকাশ করা সম্ভব নয়। ঊর্মি আর সাত্যকির জুটি সেই সময় ছিল সুপার হিট। সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায় অনেক আগেই নতুন ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছেন। তবু কেন অন্বেষা আসছেন না তা নিয়ে চিন্তায় ছিল অনেকেই। এবার হয়তো তা কিছুটা হলেও লাঘব হবে।
টলিপাড়ার ভিতরের খবর বলছে জলদি নতুন ধারাবাহিক নিয়ে ফিরছেন অন্বেষা। এবং অবশ্যই তা কেন্দ্রীয় চরিত্রে। তবে এবারে আর জি বাংলার নন, স্টার জলসার নায়িকা হবেন তিনি। শোনা যাচ্ছে, সাহানা দত্তের মিসিং ক্রু প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে তাঁকে দেখা যাবে। বিপরীতে নায়ক হিসেবে রিজওয়ান রব্বানি শেখের নামটাও ঘোরাফেরা করছে। যদিও এখনও কোনও খবরেই পড়েনি অফিসিয়াল শিলমোহর। তবে খবর ছড়াতেই, সোশ্যাল মিডিয়ায় আনন্দে ভেসেছে অন্বেষার ভক্তরা।
কেউ কেউ অবশ্য জি বাংলা ছেড়ে স্টার জলসায় যাওয়ার জন্য একটু মনোক্ষুন্ন। তবে অন্বেষা-প্রেমীদের সাফ বক্তব্য, তাঁরা নায়িকার ফ্যান। কোনও চ্যানেলের নয়। তাই যেখানেই নতুন ধারাবাহিক আসুক না কেন, তাঁরা দেখবেন।
এদিকে খুব জলদি বড় পরদাতেও ডেবিউ করতে চলেছে টিভির ‘ঊর্মি’। মধুমিতা-অপরাজিতার সঙ্গে তাঁকে বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্রে দেখা যাবে ‘চিনি ২’ সিনেমায়। পরিচালক মৈনাক ভৌমিকের হাত ধরেই শুরু হবে রূপোলি পরদায় পথ চলা। নিজেই জানিয়েছিলেন, ‘কোন চরিত্রে থাকব, সেটা এখনই রিভিল করতে চাইছি না। তবে এটুকু বলতে পারি যে চিনি ২-তে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রে রয়েছি’।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here