ফিফার নিয়ম ভাঙায় শাস্তি পেল তিনটি দেশ, তালিকায় রয়েছে সৌদি আরব
ফিফার কাতার বিশ্বকাপের নিয়ম ভাঙায় জন্য শাস্তি পেয়েছে তিনটি দেশ। সার্বিয়া-ক্রোয়েশিয়া-সৌদি আরবকে জরিমানা করল ফিফা। সার্বিয়া, ক্রোয়েশিয়া ও সৌদি আরব তিনটি দেশ একেবারে তিনটি ভিন্ন কারণে শাস্তির মুখে পড়ল। এর ফলে তাদের বড় অঙ্কের জরিমানা দিতে হবে। ড্রেসিং রুমে কসোভোর পতাকা রেখে ছিল সার্বিয়া। সেই পতাকায় আবার সার্বিয়ান ভাষায় লেখা ছিল, ‘আমরা আত্মসমর্পণ করি না।’ মূলত কোসোভোকে এখনও নিজেদের অংশ বলে মনে করে সার্বিয়া। কসোভোর সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী হাজরুল্লা চেকু এই ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে তা রীতিমতো ভাইরাল হয়ে যায়। আর এই কারণে বুধবার সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আরও পড়ুন… পাকিস্তানে ইংল্যান্ড ক্রিকেট দলের টিম হোটেলের কাছে চলল গুলি: রিপোর্ট
ঘটনাটি ঘটে ছিল ২৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচের সময় সার্বিয়ার ড্রেসিংরুমে কসোভোর পতাকা ঝোলানো ছিল। যার দ্বারা বোঝানো হচ্ছিল কসোভো তাদের দেশের অংশ। যুগোস্লাভিয়া ভেঙে আত্মপ্রকাশ করেছে বেশকিছু দেশ। গৃহযুদ্ধ আর গণহত্যার দিন ফুরালেও এখনো নতুন দেশগুলোর মধ্যে সংঘাত পুরোপুরি থেমে যায়নি। যেমন সার্বিয়া এখনও কসোভোকে নিজেদের অংশ হিসেবে বিবেচনা করে। এবার ড্রেসিংরুমে কসোভোর পতাকা রাখায় বিপাকে সার্বিয়া। বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে তাদের। বুধবার (৭ ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর জন্য দেশটিকে ২০ হাজার সুইস ফর্মা জরিমানা করেছে বলে ফিফা সূত্রে জানা যায়।
আরও পড়ুন… ব্রাজিলের সাংবাদিক সম্মেলনে হঠাৎ ঢুকে পড়ল বিড়াল! কী হল তারপর?
অন্যদিকে ক্রোয়েশিয়াকে জরিমানা করা হয় মূলত তাদের সমর্থকদের আচরণের কারণে। কানাডার বিপক্ষে ম্যাচ ঘিরে ক্রোয়েশিয়ান সমর্থকদের উগ্র আচরণ ও হুমকির জন্য তাদের ৫০ হাজার ফ্রাঁ জরিমানা করা হয়েছে। কানাডার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সময়ে গোলরক্ষক মিলান বোরযানকে আপত্তিকর কটূক্তি করেছিল ক্রোয়েশিয়ার সমর্থকরা। মূলত ক্রোয়েশিয়ার সার্বিয়ান অঞ্চলে বড় হন এ গোলরক্ষক। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে তাই ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা।
বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের অখেলোয়ারসুলভ আচরণের জন্য দুদফায় ১৫ হাজার ফ্রাঁ করে জরিমানা করা হয়েছে সৌদি আরবকে। আর্জেন্তিনা ও মেক্সিকো ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণের জন্য জরিমানা করা হয়েছে সৌদি আরবকে। দুটি ম্যাচেই তাদের দলের ছয় জন করে খেলোয়াড় কার্ড দেখেছে। সে সকল কারণে ১৫ হাজার সুইস ফ্রাঁ করে দুই দফায় জরিমানা করা হয়েছে মধ্য প্রাচ্যের দলটিকে। বিশ্বকাপে এই তিন দলকে এই তিন কারণের জন্য শাস্তি দিল ফিফা। একই সঙ্গে নিয়ম ভাঙায় জরিমানা দিতে হচ্ছে ক্রোয়েশিয়া ও সৌদি আরবকেও।
For all the latest Sports News Click Here