ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি এআইএফএফের
শুভব্রত মুখার্জি: দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফের বিরুদ্ধে অভিযোগ ছিল ম্যানেজমেন্টের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের। সেই কারণেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার তরফে এআইএফএফের উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সম্প্রতি ফিফার প্রায় সব দাবি মেনে নিয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। আর তারপরেই এআইএফএফের তরফে ফিফার কাছে আবেদন জানানো হয়েছে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে।
আরও পড়ুন: লর্ডসে ভরাডুবির জের, কোপ পড়ল পটসের ঘাড়ে, দ্বিতীয় টেস্টের প্রথম একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড
ফিফার শর্ত মেনে নিয়ে ভারতীয় ফুটবলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এআইএফএফের তরফে। ফিফার শর্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে প্রশাসক কমিটিকে (সিওএ) ভারতীয় ফুটবলের পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই কমিটি সরে যেতেই ভারতীয় ফুটবল পরিচালনার দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি। নির্বাচনের প্রস্তুতিও চলছে। ইতিমধ্যেই মনোনয়নপত্রও জমা পড়ে গিয়েছে। ফলে ফের আগের মতো যাতে করে তারা চলতে পারে তার জন্য ফিফাকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
ফিফার সচিব ফাতমা সামৌরাকে পাঠানো চিঠিতে এআইএফএফের কার্যনির্বাহী সচিব সুনন্দ ধর লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। প্রশাসক কমিটিকে সরিয়ে দিয়ে ভারতীয় ফুটবলের কার্যভার এআইএফএফের হাতেই তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে তাড়াতাড়ি নির্বাচন করা হবে। নিষেধাজ্ঞা তোলার জন্য ফিফা যা যা শর্ত দিয়েছিল সেগুলো মেনে নেওয়া হয়েছে। তাই আমরা অনুরোধ করছি ভারতীয় ফুটবলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। তাহলে এআইএফএফ সুষ্ঠুভাবে ভারতীয় ফুটবলকে পরিচালনা করতে পারবে।’
এআইএফএফের নির্বাচনের দিন ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার উমেশ সিনহা। নির্বাচন করা হবে ২ সেপ্টেম্বর। ২৫- ২৭ অগস্ট পর্যম্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের দিন ২৯ অগস্ট। ৩০ অগস্ট এআইএফএফের ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা জানানো হবে। ২ সেপ্টেম্বর নিউদিল্লিতে এআইএফএফের সদর দফতরে অনুষ্ঠিত হবে নির্বাচন। সেদিন অথবা পরের দিন ফলাফল প্রকাশ করা হবে।
For all the latest Sports News Click Here