ফিনল্যান্ডে বাজিমাত সুমিতের, ডালিবরকে হারিয়ে জিতলেন ট্যাম্পেরে ওপেনের খেতাব
শুভব্রত মুখার্জি: লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি পরবর্তী অধ্যায়ে ভারতীয় লন টেনিসের অন্যতম প্রতিশ্রুতিমান তারকা সুমিত নাগাল। তাঁর ক্যারিয়ারের প্রথম কয়েকটা বছরের মধ্যেই ইউএস ওপেনের মতন গ্রান্ড স্ল্যাম টু্র্নামেন্টের মূলপর্বে খেলেছিলেন তিনি। রজার ফেডেরারের মতন কিংবদন্তির বিরুদ্ধেও লড়াই করতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু মাঝখানে বেশ কয়েকটা বছর তিনি সেই ভাবে পারফরম্যান্স করে উঠতে পারেননি। তবে এবার সেই সব হতাশা, ব্যর্থতাকে দূরে ফেলে ফিনল্যান্ডে বাজিমাত করলেন তিনি। জিতে নিলেন ট্যাম্পেরে ওপেন।ফাইনালে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের ডালিবর ভর্সিনাকে।
এদিন দুরন্ত ছন্দে ছিলেন সুমিত নাগাল। ফাইনালে স্ট্রেট সেটে জিতলেন তিনি। চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষকে কার্যত কোন প্রতিরোধ গড়ার সুযোগ এদিন তিনি দেননি। খেলার ফল সুমিতের পক্ষে ৬-৪,৭-৫। শেষ পাঁচটি এটিপি চ্যালেঞ্জার্স খেলে এটি নাগালের চতুর্থ খেতাব জয়। চলতি বছরে আবার এটি তাঁর দ্বিতীয় খেতাব জয়। গত এপ্রিলেই এই বছরের প্রথম খেতাবটি জিতেছেন সুমিত। ইতালির রোমে গত এপ্রিলে তিনি গার্ডেন ওপেনে জিতেছিলেন।
এদিন ম্যাচের শুরুটা নাগালের খুব একটা ভালো হয়নি। তাঁর সার্ভিস প্রথমেই ব্রেক করে দেন ডালিবর ভর্সিনা।একটা সময়ে ভর্সিনা ৩-০ ফলে এগিয়ে যান। পরবর্তীতে প্রথম সেটে ৪-১ ফলে এগিয়ে যান। এরপর থেকেই ম্যাচে ফেরা শুরু করেন নাগাল। ডালিবরের সার্ভিস পরপর তিনবার ভেঙে দেন তিনি। এরপরেই তিনি ব্যাকফুটে ফেলে দেন ডালিবরকে। প্রথম সেটে পিছিয়ে পড়ে ও ৬-৪ ফলে সেট জিতে নেন টুর্নামেন্টের সপ্তম বাছাই নাগাল। এ দিন বেসলাইন থেকে দুরন্ত টেনিস খেলছিলেন নাগাল। কোটের কোনা বেছে নেওয়া থেকে শুরু করে ড্রপ শটে বিব্রত করছিলেন ডালিবরকে। দ্বিতীয় সেটে অবশ্য চিত্রটা একেবারেই বদলে যায়।
প্রথম দিকেই ডালিবর ভর্সিনার সার্ভ ব্রেক করে একটা সময়ে ৪-১ ফলে এগিয়ে যান নাগাল। এর পরপরেই টু্র্নামেন্টের পঞ্চম বাছাই সুমিতের সার্ভ ভেঙে দিয়ে সেটকে ‘অন সার্ভে’ সমতা ফিরিয়ে আনেন। তবে এরপরেই নাগাল ফের একবার ডালিবর ভর্সিনার সার্ভ ভেঙে ৫-৩ ফলে এগিয়ে যান। তবে ভর্সিনাও ছারবার পাত্র ছিলেন না। তিনি ও পরের গেমে নাগালকে ব্রেক করে দেন। দ্বিতীয় সেট ৫-৫ থাকা অবস্থায় ফের একবার ভর্সিনার সার্ভ ভেঙে ৬-৫ ফলে এগিয়ে যান সুমিত নাগাল। এরপর নিজের সার্ভ ধরে রেখে ৭-৫ ফলে সেট জেতার পাশাপাশি ম্যাচ জিতে শিরোপা ও জিতে নেন।
For all the latest Sports News Click Here