ফিট হয়ে ওঠার মধ্যেই অনুশীলনে চোট বুমরাহের, WC থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা- সূত্র
নেট প্র্যাকটিসে ফের চোট পেলেন জসপ্রীত বুমরাহ। সূত্রের খবর, রবিবার বেঙ্গালুরুতে অনুশীলন ম্যাচের পর নেটে বল করছিলেন ভারতের তারকা পেসার। সেইসময় ফের চোট লাগে। প্রাথমিকভাবে অনুমান, বুমরাহের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বুমরাহ নতুন করে চোট পাওয়ায় উদ্বেগ বেড়েছে। চোট যদি গুরুতর হয়, তাহলে ভারতীয় তারকা পেসারের পক্ষে ৫০ ওভারের বিশ্বকাপ খেলা কার্যত অসম্ভব হয়ে উঠবে। কারণ অগস্ট প্রায় শুরু হতে চলল। বিশ্বকাপ শুরু হবে আগামী অক্টোবরে। দু’মাসের মধ্যে চোট সারিয়ে ম্যাচ ফিট হয়ে বুমরাহ আদৌও বিশ্বকাপে নামতে পারবেন কিনা, তা নিয়ে আশঙ্কার কালো মেঘ তৈরি হল। যদিও বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) তরফেও মুখ খোলা হয়নি। বুমরাহ চোট পেয়েছেন কিনা, সে বিষয়েও ভারতীয় বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: Jasprit Bumrah update: অনুশীলন ম্যাচে নেমেই উইকেট বুমরাহের! পুরো ১০ ওভার বল করে খরচ ৩৪, দিলেন ২ মেডেনও
অথচ রবিবার সকাল পর্যন্ত বুমরাহকে নিয়ে আশায় বুক বাঁধছিলেন ভারতীয় সমর্থকরা। গত বৃহস্পতিবার বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন যে পুরো ফিট হয়ে উঠেছেন বুমরাহ। তারপর রবিবার আলুরে প্রস্তুতি ম্যাচে পুরো ১০ ওভার বল করেন। ৩৪ রান দিয়ে দুই উইকেট পান। দুটি মেডেন ওভারও করেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলেও তাঁকে রাখা হত। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর বুমরাহ কতটা ম্যাচ ফিট হয়ে উঠেছেন, কতটা ধকল সইতে পারবে তাঁর শরীর, তা বুঝে নেওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় বোর্ডের।
আরও পড়ুন: Bumrah’s return to Indian team: যেখানে আঙুল ভেঙেছিল, সেই দেশেই চোট সারিয়ে ১১ মাস পরে ভারতীয় দলে ফিরছেন বুমরাহ
সংশ্লিষ্ট মহলের ধারণা ছিল, দীর্ঘদিন পর সোজা একদিনের ক্রিকেটে ফিরলে বুমরাহ পুরো ১০ ওভারের ধকল নিতে পারবেন কিনা, তা পুরোপুরি স্পষ্ট নয়। আচমকা বাড়তি চাপ পড়লে হিতে বিপরীত হওয়ারও আশঙ্কা থেকে যায়। তাই প্রাথমিকভাবে টি-টোয়েন্টিতে খেলিয়ে ধীরে-ধীরে ওয়ার্কলোড বাড়ানোর পরিকল্পনা করেছে বিসিসিআই। প্রথমে চার ওভার করবেন, তারপর এশিয়া কাপে ১০ ওভার করবেন। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও ছন্দ ফিরে পাবেন। আর বিশ্বকাপে পুরনো ছন্দে বুমরাহকে দেখা যাবে বলে আশা করা হয়েছিল।
কিন্তু রবিবার অনুশীলনে বুমরাহ ফের পাওয়ার পরে সেই আশা আদৌও পূরণ হবে কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। যিনি গত সেপ্টেম্বরের পর থেকে কোনও পেশাদারি ম্যাচ খেলেননি। ছিটকে যান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। এবারও বুমরাহকে ছাড়া বিশ্বকাপে নামতে হবে কিনা, আপাতত সেই উত্তরের সন্ধান চলছে।
For all the latest Sports News Click Here