ফিট সার্টিফিকেট পেয়ে গেলেন আফ্রিদি, নামবেন ভারতের বিরুদ্ধে, ঘোষণা রামিজ রাজার
একদিকে জসপ্রীত বুমরাহ চোট পেয়ে ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। অন্যদিকে চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে থাকা শাহিন আফ্রিদি ফিট হয়ে উঠলেন। বিশ্বকাপের শুরু থেকেই মাঠে নামতে পারবেন তিনি। একদিকে ভারতের শক্তি যেমন কমে, অন্যদিকে শক্তি বাড়ে পাকিস্তানের। স্বাভাবিকভাবেই ২৩ অক্টোবর মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ভারত-পাক ম্যাচের আগে ভিন্ন ছবি দুই শিবিরে। তবে কি মাঠের লড়াইয়ের আগেই মানসিকভাবে ভারতের থেকে এগিয়ে রইল পাকিস্তান?
পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা নিজেই শাহিনের ফিট ঘোষিত হওয়ার কথা জানিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামবেন শাহিন।
চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে যান আফ্রিদি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও অংশ নিচ্ছেন না তিনি। Dawn News-এর আলোচনায় রামিজ রাজা আফ্রিদির ফিট হয়ে ওঠার খবর ছাড়াও পাক সমর্থকদের জন্য একটি খারাপ খবরও দিয়েছেন। লেগ স্পিনার উসমান কাদির চোট পেয়েছেন। তাঁর আঙুলে চিড় দেখা দিয়েছে। সুতরাং, বিশ্বকাপে খফর জামানের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। যদিএ সেক্ষেত্রে উসমানের লাইক টু লাইক পরিবর্ত পাবে না পাকিস্তান।
আরও পড়ুন:- পাকিস্তানের কাছে হারের পরে ভারতের Asia Cup-এর সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কতটা? পয়েন্ট টেবিলে চোখ রাখলেই বুঝতে পারবেন
উসমানের চোট প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘উসমান কাদির চোট পেয়েছে। আঙুলে চিড় ধরা পড়েছে। আমাদের হাতে কী বিকল্প রয়েছে দেখতে হবে। ফখর জামান এখন এনেকটা ভালো। আমার মনে হয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে ওকে নিয়ে এবং প্রথম একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’
আরও পড়ুন:- AUS vs WI 2nd T20I: ১১০ মিটারের দাবনীয় ছক্কা টিম ডেভিডের, ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া, ভিডিয়ো
উল্লেখ্য, এশিয়া কাপের খারাপ পারফর্ম্যান্সের পরে ফখর জামান পাকিস্তানের মূল টি-২০ স্কোয়াড থেকে বাদ পড়েন। তাঁকে বিশ্বকাপের রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে জুড়ে দেন পাক নির্বাচকরা।
For all the latest Sports News Click Here