ফিকে হল বিরাটের শতরান, ডাবল সেঞ্চুরিতে স্পটলাইট কাড়লেন যুব বিশ্বকাপ খেলা তারকা
ইডেনে নাগাল্যান্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে অনবদ্য সেঞ্চুরি করেন বিরাট সিং। তাঁর পাশাপাশি আগ্রাসী শতরান করে নজর কেড়েছিলেন কুমার কুশাগ্র। তবে ১৭ বছরের কিশোর দ্বিতীয় দিনে নিজের সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করে স্পটলাইট কেড়ে নেন। যেরকম ধ্বংসাত্মক মেজাজে দ্বিশতরান করেন ঝাড়খণ্ডের নবাগত উইকেটকিপার-ব্যাটসম্যান, তাতে ফিকে হয়ে যায় বিরাটের কৃতিত্ব।
১৭ বছরের কুমার কুশাগ্রর রঞ্জি অভিষেক হয় এবছর। গুয়াহাটিতে দিল্লির বিরুদ্ধে অভিষেক রঞ্জি ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ১৬ ও ২ রান করেন তিনি। তামিলনাড়ুর বিরুদ্ধে পরের ম্যাচের প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৫০ রানের কার্যকরী ইনিংস খেলেন কুমার। নাগাল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের তৃতীয় ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নামেন তিনি। দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে আলোচনার কেন্দ্রে চলে আসেন কুশাগ্র।
প্রথম দিনের শেষে ১১১ বলে ১১২ রান করে অপরাজিত ছিলেন কুমার। দ্বিতীয় দিনের ঝড়ের গতিতে রান তুলে ২০০ রানের গণ্ডি টপকে যান তিনি। ২৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত দ্বিশতরান পূর্ণ করেন ঝাড়খণ্ডের কিশোর। যদিও ডাবল সেঞ্চুরির পরেও ব্যাট হাতে লড়াই জারি রাখেন তিনি। শেষমেশ ৩৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬৯ বলে ২৬৬ রান করে আউট হন কুমার।
উল্লেখ্য, কুশাগ্র ২০২০ যুব বিশ্বকাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। জাপানের বিরুদ্ধে বিশ্বকাপের একটি ম্যাচে ওপেন করতে নামেন তিনি। তার আগে দক্ষিণ আফ্রিকায় চার দলের যুব ওয়ান ডে টুর্নামেন্টেও ভারতের হয়ে মাঠে নামেন কুমার।
For all the latest Sports News Click Here