ফাস্ট বোলারদের লাইন লেগে নেই, যারা আছে তারাই খেলবে-কেন এত বিরক্ত রোহিত
জসপ্রিত বুমরাহের চোট। বিশ্রামে রয়েছেন মহম্মদ শামি। ইশান্ত শর্মা বা উমেশ যাদবও নেই। রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডোমিনিকাতে বুধবার থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে। তবে ভারতের পেস আক্রমণ কিন্তু এবার খুব বেশি শক্তিশালী নয়। পেস বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ (১৯ টেস্ট) সবচেয়ে অভিজ্ঞ। তবে শার্দুল ঠাকুর (৯), জয়দেব উনাদকাট (২), নবদীপ সাইনি (২) এবং মুকেশ কুমারের (কোনও টেস্ট খেললেননি) সেই ভাবে অভিজ্ঞতা নেই।
ভারতীয় অধিনায়ক তারকা পেসারদের অনুপস্থিতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে মুখ খুলেছেন রোহিত। মঙ্গলবার সাংবাদিকদের রোহিত বলেছেন, ‘আমরা আগেও দেখেছি যে, এখানে পেসাররা অনেক উইকেট নিয়েছে। কিন্তু কী করা যাবে। খেলোয়াড়রা চোট পায়, যে কারণে আমাদের ঘুরিয়েফিরিয়ে খেলাতে হয়। আমাদের সামনে ফাস্ট বোলারের লাইন লেগে নেই। ভারতে অনেক বোলার আছে, যারা চোটের কারণে ২২ গজের বাইরে। আমাদের এখন যারা আছে, তাদের নিয়ে খেলতে হবে। আমাদের অভিজ্ঞ বোলাররা এই সফরে আসতে পারেনি।’
আরও পড়ুন: শেষ ওভারে আগুনে মেজাজে শেফালি, পড়ল ৪ উইকেট, বড় রেকর্ড গড়লেন শেফালি- ভিডিয়ো
৩৬ বছরের তারকা যোগ করেছেন, ‘আমাদের নতুনদের প্রতিও অনেক আস্থা রয়েছে। তবে জয়দেব (উনাদকাট) নতুন নয়, ১০-১২ বছর আগে ওর অভিষেক হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে পারফর্ম করেছে মুকেশ কুমার। ও ওর রাজ্যের পাশাপাশি জোনাল গেমগুলিতে এবং ভারত এ-এর জন্য ভালো পারফর্ম করেছে।’
তারকা পেসারদের মধ্যে জসপ্রীত বুমরাহ পিঠের চোটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে ২২ গজের বাইরে রয়েছেন। মহম্মদ শামি, যিনি বুমরাহের অনুপস্থিতিতে ভারতের প্রধান পেসার ছিলেন, তাঁকে এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটের জন্য এই চ্যালেঞ্জটা সব সময়ে থাকবে, যেহেতু আমরা প্রচুর ক্রিকেট খেলি।’
আরও পড়ুন: জুনের সেরা হয়ে বিশ্বরেকর্ড গার্ডনারের, শ্রীলঙ্কাকে বিশ্বকাপে তোলার পুরস্কার পেলেন হাসারাঙ্গা
এখানেই না থেমে রোহিত আরও যোগ করেছেন, ‘আমাদের খেলোয়াড়দের সেই ভাবে পরিচালনা করতে হবে। তাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে। পর্যাপ্ত বিরতি দিতে হবে, যাতে তারা চনমনে থাকে। আমাদের সামনের বড় টুর্নামেন্টের কথাও মনে রাখতে হবে। বিশ্বকাপের জন্য সবাইকে সতেজ রাখতে হবে। এই টুর্নামেন্টের কথা আমাদের ভুললে চলবে না। কারণ এই মুহূর্তে আমাদের একটি নির্দিষ্ট সিরিজে ফোকাস করার বিলাসিতা নেই। তবে এই ভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোটাও ভালো বিষয়। কারণ নতুন খেলোয়াড়রাও সুযোগ পাচ্ছে। আমাদের বেঞ্চের শক্তিও বাড়াতে হবে। এর থকে আমরা বুঝতে পারব, ঘরোয়া ক্রিকেটে যারা কঠোর পরিশ্রম করছে, তারা আন্তর্জাতিক পর্যায়ে চাপ সামলাতে পারবে কিনা।’
For all the latest Sports News Click Here