ফালতু চাপ তৈরি করছিল, সবাইকে চুপ করিয়ে দিয়েছে, ‘নিন্দুকদের’ ঝাড় দিলেন শাস্ত্রী
শুভব্রত মুখার্জি: মেলবোর্নে রবিবার এক অনবদ্য ইনিংস খেলেছেন বিরাট কোহলি। তাঁর অপরাজিত ৮২ রানে ভর করেই ভারতীয় দল হারিয়ে দিয়েছে পাকিস্তানকে। রান তাড়া করতে গিয়ে একটা সময় ভারতের স্কোর ছিল ৩১ রানে চার উইকেট। সেখানে থেকে হার্দিক পান্ডিয়াকে সঙ্গী করে ভারতকে এক অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন বিরাট। প্রাক্তন ছাত্র অনবদ্য ইনিংস খেলে ভারতকে দুরন্ত জয় ছিনিয়ে এনে দেওয়ার পরেই মুখ খুললেন রবি শাস্ত্রী। তাঁর মতে, নিন্দুকরা অহেতুক চাপ তৈরি করেছিল। এই ইনিংস খেলে বিরাটরা সবাইকে চুপ করিয়ে দিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন, ‘ওর (বিরাট) জন্য এই ইনিংসটা খুব সহায়ক হবে। এই ইনিংসটা ওকে নিজেকে খুঁজে পেতে সাহায্য করবে। খেলাটার প্রতি ও নতুন করে ভালোবাসা খুঁজে পাবে। ও কী করতে পারে, সেই বিষয়ে ওর একটা স্বচ্ছ ধারণা ফের তৈরি হবে। আর এইসব হবে কারণ ও আত্মবিশ্বাস ফের ফিরে পেয়েছে বলে। ও যে সময়টা বিশ্রাম নিয়েছিল সেই সময়ও নিশ্চয় এই সবগুলোকে ফের খুঁজে পেয়েছে। ক্রিকেট বিশ্বের কাছে এই ইনিংসটার আগেই ও সুপারস্টার ছিল সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। এখন তাদেরকে (নিন্দুকদের) সিদ্ধান্ত নিতে দাও যে ও ওদের কাছে ঠিক কী! আমি ওদের হয়ে এখানে কিছু বলব না।’
তিনি আরও যোগ করেন, ‘এরপর বিরাটের জন্য কী? আমি সেই বিষয়ে কোনও আলাদা প্রত্যাশাই রাখব না। ওকে ওর জীবনটাকে উপভোগ করতে দাও। মিডিয়া এবং নিন্দুকরা এই ছাঁচহীন হিরের উপর অনেক অহেতুক চাপ তৈরি করেছিল। ও সবাইকে দেখিয়ে দিয়েছে যে ও কী। সবাইকে একদম চুপ করিয়ে দিয়েছে। আমি বিরাটের মধ্যে নিজেকে খুঁজে পাই। ১০ নম্বরে খেলা শুরু করা থেকে আমি আজ পর্যন্ত যা যা করেছি, তা নিয়ে অত্যন্ত গর্বিত। এটা করতে গেলে তোমার দম লাগে।’
শাস্ত্রী আরও বলেন, ‘আমার থেকে বিরাট অনেকটাই বেশি প্রতিভাবান। গত বছর যে অমানুষিক পরিশ্রমটা আমি করতে দেখেছি তা থেকেই বুঝেছি ও একজন আসল হিরে। আমি জানতাম ও খুব কঠিন একজন চরিত্র। জানতাম ও ভালোভাবে কামব্যাক করবে। ওই বিশ্রাম নেওয়াটা ওকে সাহায্য করেছে। ও এখন আগের থেকে অনেক বেশি বুদ্ধিদীপ্ত একজন মানুষ। রবিবার রাতে প্রথমবার আমার মনে হয়েছে টি-টোয়েন্টি ম্যাচে যেন আমি টেস্ট ম্যাচের মানসিকতা দেখছি। ওই ম্যাচ থেকে আমার সবচেয়ে বড় পাওনা হল ও গতির বিরুদ্ধে ওইরকম দুটি ছয় হাঁকানো। অবিশ্বাস্য। দীর্ঘদিন একা আমার মাথার ভিতরে থেকে যাবে।’
For all the latest Sports News Click Here