ফারহানের ‘জি লে জারা’র শ্যুটিং কবে শুরু হচ্ছে? ভারতে ফিরেই মুখ খুললেন প্রিয়াঙ্কা
২০১৯ সালে শেষবার হিন্দি ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। এরপর চার বছর কেটে গিয়েছে। একাধিক হলিউড ছবিতে কাজ করেছেন দেশি গার্ল। তবে হিন্দি ছবিতে কবে দেখা যাবে প্রিয়াঙ্কাকে? সেই অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর ভক্তরা।
মেয়েদের রোড ট্রিপের গল্প নিয়ে তৈরি হবে ‘জি লে জারা’। পরিচালনায় ফারহান আখতার। মুখ্য চরিত্রে থাকবেন আলিয়া-ক্যাটরিনা-প্রিয়াঙ্কা। এই ছবির সঙ্গেই দীর্ঘদিন পর বলিউডের ছবিতে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে তিন পুরুষ বন্ধুর রোড ট্রিপের গল্প তুলে ধরেছিলেন ফারহান, এবার সে জায়গা নিচ্ছে তিন নারী চরিত্র। আরও পড়ুন: ‘দুই কিংবদন্তির পুনর্মিলন’, ৩৫ বছর পর একসঙ্গে কাজ করছেন কমল হাসান-মনিরত্নম
সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘আশা করছি শীঘ্রই ছবির শ্যুটিং শুরু করতে পারব।’ তবে কবে ছবির শ্যুটিং শুরু হচ্ছ, এই নিয়ে মুখ খোলেননি তিনি।
ফারহান আখাতারের সঙ্গে কাজ করার প্রসঙ্গে নিজেও খুব উচ্ছ্বসিত অভিনেত্রী। বলেন, ‘বিষয়টা নিয়ে উচ্ছ্বসিত। বন্ধুদের সঙ্গে ছবির শ্যুটিং শুরু করেছি। যখনই বন্ধুদের সঙ্গে ছবি বানানোর বিষয় আসে, সেটাকে কাজ বলে মনে হয় না, সৃজনশীল মজা। আশা করি পরের বছরের মধ্যে শ্যুটিং শুরু করতে পারব।’
পরবর্তীতে প্রিয়াঙ্কাকে সাই-ফাই সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে। পরিচালনায় রুশো ব্রাদার্স। এছাড়া তাঁর প্রযোজনা সংস্থা পার্পল পেবেল পিকচার একাধিক কাজ রয়েছে অ্যামাজন প্রাইমের সঙ্গে। আপাতত ভারতেই রয়েছেন দেশি গার্ল। তাঁর হেয়ার কেয়ার ব্র্যান্ড লঞ্চ করার জন্য এদেশে এসেছেন গ্লোবাল আইকন।
For all the latest entertainment News Click Here