ফাদার্স ডে’তে বাবার সঙ্গে ছবি পোস্ট বলি তারকার, চিনতে পারছেন এই পরিবারকে
বিশ্ব জুড়ে আজ পালিত হচ্ছে ফাদার্স ডে। সকলের সোশ্যাল মিডিয়া জুড়েই কেবল বাবার সঙ্গে ছবি। লিখছেন নানা অজানা কথাও। ভাগ করছেন অদেখা মুহূর্তের ছবি। আর তাতে বাদ গেলেন না এই বলি তারকাও। এই জনপ্রিয় পরিবারকে চিনতে পারছেন? তাহলে জানাই ওঁরা হলেন খান পরিবার। মানে সলমন খানের পরিবার। এদিন খোদ আরবাজ খান এই ছবিগুলো পোস্ট করেন। বর্ষীয়ান চিত্রপরিচালক সেলিম খানের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন আরবাজ। তাঁর পোস্ট করা একাধিক ছবিতে তাঁর ভাই তথা অভিনেতা সলমন খান, তাঁদের মা সালমা খান এবং জাভেদ আখতারকে দেখা যাচ্ছে। এছাড়া আলভিরা খান, অর্পিতা খান, সোহেল খানকেও দেখা যায় একটি ছবিতে। বাদ গেলেন না সেলিম খানের দ্বিতীয় এবং বর্তমান স্ত্রী হেলেন।
এই ছবিগুলো পোস্ট করে আরবাজ খান লেখেন, ‘ড্যাডি।’ সঙ্গে একটি হৃদয়ের ইমোজি পোস্ট করেন তিনি। আরবাজের ভক্ত এবং বন্ধুরা সকলেই এত পুরনো এবং অদেখা ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। ভালোবাসা জানিয়েছেন তাঁকে।
এক ব্যক্তি লেখেন, ‘আজকালকার সময় এভাবে একসঙ্গে থাকা সত্যি বড় কথা। এক নম্বর ফ্যামিলি তোমাদের।’ আরেক ব্যক্তি লেখেন, ‘সেলিম স্যার ভীষণ ভালো মানুষ। মাটির মানুষ।’
তাঁর পোস্ট করা প্রথম ছবিতে সেলিম খানের অল্প বয়সের একটি ছবি দিয়েছেন। পরের ছবিতে পোষ্যের সঙ্গে সলমনদের বাবাকে খেলতে দেখা যায়। জাভেদ আখতার এবং সেলিম খানের একদম অল্প বয়সের একটি ছবিও আছে এই তালিকায়। এখানে তাঁদের মন দিয়ে কিছু কাজ করতে দেখা যাচ্ছে। এছাড়া তিনি সেলিম খানের গত জন্মদিনের একটি ছবিও পোস্ট করেন তিনি। সেখানে তাঁর গোটা পরিবারকে দেখা যাচ্ছে। বাবাকে চুমু খাচ্ছেন এমন একটা ছবিও পোস্ট করতে ভোলেননি আরবাজ।
সেলিম খান এবং জাভেদ আখতার একটা সময়ে একত্রে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাঁদের একত্রে সেলিম-জাভেদ বলেও ডাকা হতো। তাঁরা দুজনই মিলে শোলে, ইয়াদো কী বারাত, হ্যালো ব্রাদার, দাবাং, কালা পাথ্থার ইত্যাদি ছবিতে কাজ করেছেন।
বর্তমানে সলমন খান তাঁর বাবা মায়ের সঙ্গেই মুম্বইয়ের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। তিনি তাঁর বাবা মায়ের সঙ্গেই থাকতে পছন্দ করেন বলে জানিয়েছেন।
For all the latest entertainment News Click Here