ফাডার্স ডে তে মোহনবাগানের এ কেমন পোস্ট! ভিডিয়ো দেখে রেগে লাল ইস্টবেঙ্গলের ভক্তরা
রবিবার ফাডার্স ডে তে মোহনবাগানের করা একটা পোস্ট ঘিরে সোশ্য়াল মিডিয়া ও ময়দানে বিতর্কের ঝড় উঠেছে। আসলে পিতৃদিবসে কলকাতা ডার্বির বেশকিছু গোলের ভিডিয়ো পোস্ট করেছে মোহনবাগান। যেখানে আইএসএল-এ ছয়টি ম্যাচের গোলের ভিডিয়ো তুলে ধরা হয়েছে। তবে ফুটবল প্রেমীরা পিতৃদিবসের সঙ্গে এই গোলের মিল খুঁজে পাচ্ছিলেন না। এর আগে বাবা ও সন্তানদের একসঙ্গে ফুটবল খেলার কার্টুন পোস্ট করে পিতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছিল মোহনবাগান। তবে মোহনবাগান সুপার জায়ান্টের টুইটার হ্যান্ডেল থেকে যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে, তা নিয়ে ময়দান ও সোশ্যাল মিডিয়াতে হইচই শুরু হয়েছে।
আসলে এখনও আইএসএল-এ মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। পিতৃদিবসে পোস্ট করা ভিডিয়োতে গত ছয়টি আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবক’টি গোলের মুহূর্ত তুলে ধরা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘পিতৃদিবসে আরাম করে বসে দেখুন আইএসএলে ছ’টি কলকাতা ডার্বিতে মোহনবাগানের জয়।’
এই ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন যে এভাবেই ইস্টবেঙ্গলকে খোঁচা দিতে চেয়েছে মোহনবাগান। কারণ গত ৬টি বড়ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখতে পায়নি লাল-হলুদ। প্রতিবারই জিতেছে মোহনবাগান। মরশুমের শুরুতে ফাডার্স ডে তে ফুটবলের ভিডিয়ো পোস্ট করে প্রতিপক্ষকে গোল দিতে চেয়েছে মোহনবাগান।
পোস্টটি সোশ্যাল মিডিয়ায় দিতেই ভাইরাল হয়েছে। একদিকে মোহনবাগান সমর্থকরা যেমন এই ভিডিয়োটি নিয়ে আনন্দে মেতেছেন, তেমনই ক্ষোভে ফেটে পড়েছেন ইস্টবেঙ্গল ভক্তরা। সবুজ-মেরুন সমর্থকরা খোঁচা দিয়ে বলতে ছাড়ছেন না, ফুটবলে বাবা কে, সেটা বোঝাতেই কি এই পোস্ট। তবে ইস্ট-মোহনের এমন লড়াই নতুন কিছু নয়। মাঠ হোক বা মাঠের বাইরে, দুই প্রধানের এমন সম্পর্ক সকলেরই জানা। এই রকম ঘটনাই ময়দানে ফুটবলের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর মরশুমের শুরুতে এমন ভিডিয়ো লাল হলুদ জনতাকে আরও তাতিয়ে তুলতে পারে বলেই মনে করা হচ্ছে।
For all the latest Sports News Click Here