ফাইনালে ছেত্রীদের প্রতিপক্ষ কারা, জানা যাবে আজ, কোথায় দেখবেন ভারত-লেবানন ম্যাচ?
নিজেদের প্রথম দু’ম্যাচে মঙ্গোলিয়া ও ভানুয়াটুকে হারিয়ে ইতিমধ্যেই ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার ভারত লিগের শেষ ম্যাচে মাঠে নামছে লেবাননের বিরুদ্ধে।
লিগের অন্য ম্যাচে এদিন মঙ্গোলিয়া লড়াই চালাবে ভানুয়াটুর সঙ্গে। লেবানন যদি ভারতের কাছে হেরে যায় এবং মঙ্গোলিয়া বড় ব্যবধানে হারিয়ে দেয় ভানুয়াটুকে, তাহলে ভারতের সঙ্গে খেতাবি লড়াইয়ে অংশ নেবে মঙ্গোলিয়া। ২টি ম্য়াচের ফলাফল অন্য কিছু হলে ভারত ফাইনাল খেলবে লেবাননের বিরুদ্ধে। এমনকি লিগের শেষ ম্যাচ হেরেও গোল পার্থক্যে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে লেবানের সামনে।
লিদের শেষ রাউন্ডের ফলাফল যাই হোক না কেন, ভারতের তাতে ভ্রুক্ষেপ নেই। তাদের কাছে লেবাননের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচটি ফাইনালের স্টেজ রিহার্সাল হিসেবে বিবেচিত হচ্ছে।
ইন্টারকন্টিনেন্টাল কাপের পয়েন্ট টেবিল:-
১. ভারত: ২ ম্যাচে ৬ পয়েন্ট (গোল পার্থক্য +৩)
২. লেবানন: ২ ম্যাচে ৪ পয়েন্ট (গোল পার্থক্য +২)
৩. মঙ্গোলিয়া: ২ ম্যাচে ১ পয়েন্ট (গোল পার্থক্য -২)
৪. ভানুয়াটু: ২ ম্যাচে ০ পয়েন্ট (গোল পার্থক্য -৩)
আরও পড়ুন:- Intercontinental Cup: ছেত্রীর গোলে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ভারত, সেলিব্রেশনে খুশির খবর দিলেন ক্যাপ্টেন- ভিডিয়ো
ইন্টারকন্টিনেন্টাল কাপের শেষ রাউন্ড ও ফাইনালের সূচি:-
১৫ জুন: ভানুয়াটু বনাম মঙ্গোলিয়া
১৫ জুন: ভারত বনাম লেবানন
১৮ জুন: ফাইনাল (ভারত বনাম লিগ টেবিলের দ্বিতীয় দল)
আপাতত দেখে নেওয়া যাক ভারত বনাম লেবানন লিগের শেষ রাউন্ডের ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে খেলা।
আরও পড়ুন:- SA20: আইপিএলের সঙ্গে টক্কর দেওয়ার চেষ্টা! দক্ষিণ আফ্রিকার T20 লিগে খরচ করা যাবে আরও বেশি টাকা
কবে অনুষ্ঠিত হবে ভারত বনাম লেবানন ম্যাচ:- ১৫ জুন, ২০২৩ (বৃহস্পতিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে ইন্টারকন্টিনেন্টার কাপের শেষ রাউন্ডের লিগ ম্যাচ:– ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ।
কখন শুরু হবে খেলা:- ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত বনাম লেবানন ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:- ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হচ্ছে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:- ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচগুলি ডিজনি প্লাস হটস্টার ও জিও সিনেমা অ্যাপে দেখা যাবে।
উল্লেখ্য, ইন্টারকন্টিনেন্টাল কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ২-০ ব্যবধানে হারিয়ে দেয় মঙ্গোলিয়াকে। গোল করেন সামাদ ও ছাংতে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারত ১-০ গোলে পরাজিত করে ভানুয়াটুকে। গোল করেন ছেত্রী।
For all the latest Sports News Click Here