‘ফাংশনে মিও আমোরে গাইলে উত্তেজনা হয় না দাদু, রূপঙ্করকে ট্রোল করলেন স্যান্ডি সাহা
কেকে-র বদনাম করে ভিডিয়ো বানানোর কারণে সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার রাত থেকেই ট্রোলড হচ্ছেন রূপঙ্কর বাগচি। শুধু কেকে-র ভক্তরাই নয়, রূপঙ্করকে কাঠগড়ায় তুলেছেন তারকারাও। স্বস্তিকা থেকে ইমন, ভাস্বর চট্টোপাধ্যায়রা প্রকাশ্যেই প্রতিবাদ করেছেন রূপঙ্করের। আর এবার বাংলার এই গায়ককে ধুইয়ে দিলেন স্যান্ডি সাহা। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একচি ভিডিয়ো পেস্ট করেছেন তিনি, আপাতত সেটাই এখন সোশ্যাল মিডিয়ার ‘নতুন খোরাক’।
মঙ্গলবার রাতেই রূপঙ্করকে ‘থুপঙ্কর বাগচি’ ডেকে সাবধান করে দিয়ে স্যান্ডি জানিয়েছিলেন তিনি জলদি ভিডিয়ো আনবেন এই ব্যাপারে। আর বৃহস্পতিবারের ভিডিয়োতে স্যান্ডি প্রথমেই রূপঙ্করের তোলা ‘কে কেকে’ প্রশ্নের জবাব দিলেন। জানালেন, ‘কেকে হচ্ছে আমাদের শৈশব, কেকে হচ্ছে আমাদের প্রথম ভালোবাসা, কেকে হচ্ছে ব্রেকআপের পর হালকা ভালো লাগা। আর কেকে হচ্ছে আমাদের প্লে লিস্টে ১০টা গানর মধ্যেই ৬টাই ওর গান।’ আরও পড়ুন: অলবিদা…! পঞ্চভূতে লীন কেকে, মুখাগ্নির পর কান্নায় ভেঙে পড়ল ছেলে নকুল, দেখুন ছবি
এরপরই রূপঙ্করের তোলা আরও একটা প্রশ্নের জবাব দেন, ‘কেন আমাদের নিয়ে মাতামাতি হয় না?’ আর বলেন, দাদা ফাংশনে মিও আমারের গান গাইলে দর্শক কীভাবে উত্তেজিত হবে! সঙ্গে কেকে মারা যাওয়ার পর রূপঙ্করের নিজের দেওয়া বাইটে বলা, ‘উনি ভালো গায়ক’-এর ভিডিয়ো জুড়ে দিয়ে বলেন, ‘আপনি তো গিরগিটির মতো রং বদলান মশাই। যে মানুষটাকে খিস্তি করলেন কয়েক ঘণ্টা আগে, তারপর সে মারা যাওয়াতেই নিজের কথা বদলে দিলেন। আসলে আপনি সারা জীবনে যে পাবলিসিটি পেয়েছেন, শেষ কদিনে তার চেয়ে বেশি পাবলিসিটি পেয়ে গিয়েছেন। আর এটাই তো আপনার উদ্দেশ্য ছিল। খবরে আসা।’ আরও পড়ুন: ক্লাস সিক্সে প্রেম কেকে-র! বিয়ের পর বাড়িতে গান গাইলে বউ বলত, ‘এই বিরক্ত করো না’
সঙ্গে স্যান্ডি রূপঙ্করের বলা পুরনো কথা, ‘ইউটিউবে সাবস্ক্রাইবার কম, লাইক কম’ টেনে নিয়ে বলেন, এই কারণেই কেকে-র ‘নিন্দে’ করেছিলেন, যাতে ফেসবুকের ভিউস বাড়ে। সঙ্গে রূপঙ্করের টিভির লাইভ শো-তে এক কলারকে বলা ‘মৃত্যু বরণ করা উচিত’-এর ক্লিপিংসও জুড়ে দেন।
‘বাঙালি-কে নিয়ে মাতামাতি হয় না’ প্রসঙ্গে টেনে আনেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কুমার শানুদের কথা। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল সেই পোস্ট। অনেকেই সমর্থন জানিয়েছেন স্যান্ডি-কে। সকলের একটাই কথা, ‘একদম উচিত শিক্ষা পেয়েছে রূপঙ্কর এবার’!
For all the latest entertainment News Click Here