ফাঁস মিশকার ষড়যন্ত্র, সব জারিজুরি ব্যর্থ করে অনুরাগের ছোঁয়ায় এক হবে সূর্য-দীপা?
বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।
গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। ফাঁস হোক মিশকার সব শয়তানি। এবার দর্শকদের সেই আশাই পূর্ণ হতে চলেছে হলে জানা যাচ্ছে।
সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। দীপা জানে না সোনা তার মেয়ে আর ওদিকে সূর্য জানে না সোনা রূপা দুজনেই তার মেয়ে। এবার সেই সব সত্যি প্রকাশ্যে আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
আপাতত দীপার ভুল ধারণা ভেঙেছে। সে জেনেছে মিশকা সূর্যর স্ত্রী নয়। আর তার ষড়যন্ত্রের জন্যই যে তারা এতদিন আলাদা ছিল সেটাও এবার জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। সূর্যও জানবে দুই মেয়ে তার নিজেরই সন্তান। আর বলাই বাহুল্য সবটা প্রকাশ্যে আসার পর দীপাকে বাড়ি নিয়ে যাবে সূর্য। কিন্তু মিশকা কি চুপ থাকার পাত্রী? তখন কি সে চুপ থাকবে?
গল্পে নাকি দেখা যাবে মিশকা প্ল্যান করে সূর্যকে জেলে পাঠাবে। সূর্যকে অজ্ঞান করে তাঁর স্পার্ম নিয়ে সে গর্ভবতী হবে বলেই জানা যাচ্ছে। এভাবেই গল্পের মোড় ঘুরবে। দীপা আবার কী করে মিশকার শয়তানি প্রকাশ্যে আসে সেটা জানা যাবে যাবে।
কী করে এতটা গল্প প্রকাশ্যে এল ভাবছেন? আসলে অনুরাগের ছোঁয়া যে তেলুগু ধারাবাহিকের অনুকরণে তৈরি করা হয়েছে সেখানেই এমনটাই দেখা গিয়েছে। ফলে অনুমান করা হচ্ছে বাংলাতেও সেই একই গল্প দেখা যাবে।
For all the latest entertainment News Click Here