‘ফর্সারা ভারতীয় নয়? এটাও বর্ণবিদ্বেষ’, ‘দ্য আর্চিস’ নিয়ে সমালোচনার জবাব জোয়ার
ঘোষণার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিচালক জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’। নেটফ্লিক্সের এই ছবির হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করছেন তিনজন স্টার কিড- সুহানা খান (শাহরুখ-গৌরী কন্যা), খুশি কাপুর (শ্রীদেবী ও বনি কাপুরের ছোট মেয়ে) এবং অগস্ত্য নন্দা (বচ্চনের নাতি)। তাই শুরুতেই এই ছবিকে ‘নেপোটিজমের আঁতুরঘর’ তকমা দিয়েছে নেটিজেনরা। ছবি ঘিরে তৈরি বিতর্ক দ্বিগুণ হয়েছে ‘দ্য় আর্চিস’-এর টিজার মুক্তির পর। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত নেটফ্লিক্সের গ্লোবাল ফ্য়ান ইভেন্ট ‘টুডুম’-এ মুক্তি পেয়েছে ‘দ্য় আর্চিস’-এর টিজার। ছবি ঘিরে তৈরি বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন পরিচালক। আরও পড়ুন-‘দ্য আর্চিস’ গ্যাং-এর সাথে পরিচয় করালেন শাহরুখ কন্যা, বলিউডে ড্রিম ডেবিউ সুহানার
আমেরিকার রিভারডেল হাইস্কুলের পড়ুয়া– বেটি, ভেরোনিকা, আর্চিরা জোয়ার হাত ধরে আসছে মায়ানগরীতে। ছবির গল্প মার্কিন কমিক ‘দ্য আর্চিস’ থেকে অনুপ্রাণিত হলেও চরিত্রগুলো গড়ে তোলা হয়েছে ৬০-এর দশকের ভারতের প্রেক্ষাপটে। এক কথায় জোয়া আখতার ভারতীয়করণ ঘটিয়েছেন আর্চিস কমিকসের। কিন্তু ছবির টিজারে সুহানা-অগস্ত্য়-খুশিদের যে রূপে দেখা গিয়েছে তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের মতে, ১৯৬৪ সালে মোটেই ভারতীয়দের ওইরকম দেখতে ছিল না।
এই সমালোচনার জবাবে মিড-ডে’কে জোয়া জানান, ‘কেন লোকজন সেটা ভাবছে? ওরা সকলেই ভারতীয়, এটাও একধরণের বর্ণবিদ্বেষ। তাহলে লোকে কী বলতে চাইছে ফর্সারা ভারতীয় নয়? কীভাবে আপনি ঠিক করবেন যে ভারতীয়দের কেমন দেখতে? আমাদের দেশে হৃতিক রোশন রয়েছেন, আবার রজনীকান্ত রয়েছেন, দলজিৎ দোসাঞ্জ রয়েছেন, আবার মেরি কমও রয়েছেন। এটাই তো ভারতের সৌন্দর্য, অনেক ভারতীয় রয়েছেন যাঁরা ফর্সা’।
১৯৬৪ সালে ভারতের এক কাল্পনিক পাহাড়ি অঞ্চল, রিভারডেলের প্রেক্ষাপটে তৈরি হয়েছে জোয়ার ‘দ্য আর্চিস’। এই ছবির ফোকাসে সেখানের একদল অ্যাংলো-ইন্ডিয়ান স্কুল পড়ুয়া। যারা গান করে, নাচ করে, হাসি-মজায় সময় কাটায় নিজেদের মধ্যে। রেট্রো লুক, টাইপরাইটার, সাইকেল, মিল্কশেক, ওয়াকম্যান– সেইসময়কার সব জিনিসই ছবিতে ফুটিয়ে তুলেছেন জোয়া। ‘দ্য আর্চিস’ গ্যাং-এ সুহানা,অগস্ত্য ও খুশির সঙ্গে থাকছেন মিহির অহুজা, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না।
জানা গিয়েছে সদ্য কুড়ির গণ্ডি পার করা স্টারকিডদের নিয়ে তৈরি এই হাইস্কুল মিউজিক্যালে আর্চির বান্ধবী ভেরোনিকা লজের ভূমিকায় দেখা যাবে সুহানাকে, অন্যদিকে বেটি কুপারের চরিত্রে অভিনয় করবেন খুশি কাপুর। আর্চি-বেটি-ভেরোনিকার বন্ধুত্ব আর ত্রিকোণ প্রেমের রসায়নই এই কমিকের মূল আকর্ষণ। সারাক্ষণ গান নিয়েই মেতে থাকা আর্চিবাল্ড অ্যানড্রুজ ভালবাসে তার রিভারডেল হাইস্কুলের সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও এক অদ্ভূত আকর্ষণ রয়েছে তাঁর। তিনজনের মধ্যেই রয়েছে নিখাদ বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্ব আর প্রেম নিয়েই এগোবে ‘দ্য আর্চিস’-এর গল্প।
‘দ্য আর্চিস’ প্রযোজনার দায়িত্বে থাকছে জোয়া আখতার ও রীমা কাগতির ‘টাইগার বেবি ফিল্মস’। চলতি বছর ২৪শে নভেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য় আর্চিস’-এর।
For all the latest entertainment News Click Here