ফরাসি থেকে ইংরেজি, এ কেমন উচ্চারণ শ্রদ্ধার? ‘হ্যারি পটারের বান্ধবী’ বলছেন ভক্তরা
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’। ছবিতে শ্রদ্ধার বিপরীতে দেখা মিলেছে রণবীর কাপুরের। বক্স অফিসে তেমন একটা ফল করতে পারেনি এই ছবি। সম্প্রতি অভিনেত্রীর নতুন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিয়োতে ফরাসি উচ্চারণ, ব্রিটিশ উচ্চারণ এবং আমেরিকান উচ্চারণে কথা বলতে দেখা গিয়েছে শ্রদ্ধাকে।
কাউচে বসে শ্রদ্ধা। পরনে ক্রপ টপ, জিনস এবং একটি স্টেটমেন্ট জ্যাকেট। ক্যামেরার পিছনে থেকে কেউ একজন অভিনেত্রীকে প্রশ্ন করেছেন, ‘নেটিজেনরা বিশ্বাস করে আপনার উচ্চারণ অবিশ্বাস্য। এটা কি সত্যি?’ ফরাসি উচ্চারণে অভিনেত্রী উত্তর দেন, ‘অবশ্যই, তাই’। আরও পড়ুন: করণের বাড়িতে ধুমধাড়াক্কা পার্টি! রালিয়া, মালাইকা-অর্জুনের সঙ্গে আর কে কে হাজির
একই উচ্চারণে অভিনেত্রী বলেছেন, ‘এটা সত্যিই মনে হয় আমারও যখন আমি আয়নার সামনে দাঁড়াই। উচ্চারণ করে নিজে নিজেই হাততালি দিতাম কারণ আমার শ্রোতা আমিই ছিলাম। কখনও এটি ফরাসি হবে, কখনও কখনও এটি হঠাৎ ব্রিটিশ’। আরও পড়ুন: ক্রিকেটার করুণ নায়ারের স্ত্রীকে চেনেন? ছবি থেকে দেখে নিন তাঁর আসল পরিচয়
এরপরই ব্রিটিশ উচ্চারণে অভিনেত্রীর মন্তব্য, ‘তারপরই মনে হয়, আচ্ছা ঠিক আছে। এরপর আর সমস্যার কিছু নেই’। উচ্চারণ পরিবর্তন করে আমেরিকান উচ্চারণে বলেন, ‘আপনি একজন আমেরিকানকে চাইছেন। সত্যিই কি চাইছেন। আপনাকে বলা উচিত’। কথার শেষে গম্ভীর মুখে অভিনেত্রী বলেছেন, ‘দয়া করে আমাকে চুপ থাকতে বলুন’।
নেটফ্লিক্স ইন্ডিয়ার ইনস্টাগ্রাম পেজ থেকে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়ো দেখে কমেন্ট বক্সে নেটিজেনের প্রশংসার বন্যা। এক ভক্তের মন্তব্য, ‘ওর ব্রিটিশ উচ্চারণ আক্ষরিক অর্থে হারমায়োনি গ্রেঞ্জারের মতো শোনাচ্ছে’। অপর এক নেটিজেনের মন্তব্য, ‘ও নিজেকে প্রমাণ করেছে, এবার ওকে আন্তর্জাতিক সিরিজে কাস্ট করা দরকার’। কেউ লিখেছেন, ‘হ্যারি পটারের বান্ধবী’।
দিন দুই আগেই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে ব্যাকস্ট্রিট বয়েজ কনসার্টে দেখতে হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বন্ধুদের সঙ্গে কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন তিনি। অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় পাপারাৎজ্জির লেন্সবন্দি হন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, জিনসের সঙ্গে কোমরে একটি কাপড় বাঁধা এবং মাথায় লাল টুপি পরে দেখা যায় তাঁকে।
For all the latest entertainment News Click Here