প্লে-অফের লড়াইয়ে KKR-এর সঠিক অবস্থান জানিয়ে দিচ্ছে IPL 2022-এর পয়েন্ট টেবিল
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে লড়াই জারি রাখে কলকাতা নাইট রাইডার্স। তারা পয়েন্ট টেবিলে বড়সড় লাফ দেয়। আপাতত লিগ টেবিলে আট থেকে দু’ধাপ উঠে এসে ছয় নম্বরে অবস্থান করছে কেকেআর। সানরাইজার্স হায়দরাবাদ কলকাতার কাছে ম্যাচ হেরে আট নম্বরে পিছলে যায়।
কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচের ফলাফলের নিরিখে লিগ টেবিলের প্রথম চারে কোনও প্রভাব পড়েনি। যথারীতি এক নম্বরে রয়েছে গুজরাট টাইটানস। দ্বিতীয় স্থানে অবস্থান করছে লখনউ সুপার জায়ান্টস। তিন নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস এবং চার নম্বরে জায়গা ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আরও পড়ুন:- KKR vs SRH: কেউ প্রশ্ন করেনি, নিজেই KKR-র দল নির্বাচনে CEO-র ‘হাত নিয়ে’ ব্যাখ্যা দিলেন শ্রেয়স
আইপিএল ২০২২-এর পয়েন্ট টেবিল:-
দিল্লি ক্যাপিটালস আগের মতোই লিগ টেবিলের পাঁচ নম্বরে রয়েছে। কলকাতার উত্থানে হায়দরাবাদের মতো এক ধাপ পিছতে হয়েছে পঞ্জাব কিংসকেও। তারা নেমে যায় সাত নম্বরে।
আরও পড়ুন:- IPL 2022 Playoffs Scenario: কলকাতাকে রান-রেটের নিরিখে প্লে-অফে যেতে হলে অন্তত ৩টি দলকে হারতে হবে
চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে। চেন্নাই অবস্থান করছে নয় নম্বরে। মুম্বই রয়েছে একেবারে শেষে দশে।
For all the latest Sports News Click Here