প্রয়াত বর্ষীয়ান অভিনেতা অরুণ বালি, শেষ কাজ করেছিলেন আমিরের ‘লাল সিং চাড্ডা’-তে
Arun Bali Dies: ৭৯ বছর বয়সে থেমে গেল জীবনের গাড়ি। মুম্বইতে প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা অরুণ বালি। তাঁকে শেষ দেখা গিয়েছিল আমির খান আর করিনা কাপুরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে।
৭ অক্টোবর শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল বিরল রোগে আক্রান্ত অরুণ। নিউরোমাসকুলার ডিজিজ Myasthenia Gravis-এ ভুগছেন তিনি। ভর্তি হতে হয়েছিল মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালেও। অরুণের মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শোকাহত তাঁর পরিবার, কাছের বন্ধু ও সহকর্মীরা। সকলেই অভিনেতার আত্মার শান্তি কামনা করেছেন।
অভিনেতা বিন্দু দারা সিং টুইট করেছেন, ‘ওর আত্মার শান্তি কামনা করি #ArunBali saab’।
Etimes-এর প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী নুপুর অলংকার অরুণের অসুস্থতা প্রসঙ্গে জানিয়য়েছিলেন তিনি একদিন ফোনে কথা বলার সময় বুঝতে পারেন অরুণের কথা বলতে কিছু সমস্যা হচ্ছে। এরপর তিনি অরুণের ছেলে অঙ্কুশের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু না পেয়ে অঙ্কুশের সহকর্মী রাজীব মেননের সঙ্গে যোগাযোগ করে আরেকটা ফোন নম্বর নেন। তারপর অরুণের ছেলেকে ফোন করে জানান, তাঁর বাবার কিছু সমস্যা হয়েছে। এখনই হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। যদিও অঙ্কুশ পরে মিডিয়ার প্রশ্নে উড়িয়েই দিয়েছিলেন বৃদ্ধ-অসুস্থ বাবাকে একা ছাড়ার কথা।
১৯৮৯ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন অরুণ, প্রথম কাজ সিরিয়াল দুসরা কেভল। এই ধারাবাহিকে কাজ করেছিলেন শাহরুখ খানও। প্রথম সিনেমা অক্ষয় কুমারের সঙ্গে ‘সৌগন্ধ’, ১৯৯৯১ সালে। এরপর থ্রি ইডিয়টস, পানিপথ, রেডি, জমিন, পুলিওয়ালা গুণ্ডা, কেদারনাথের মতো ছবিতে কাজ করেও নাম করেছেন বলিউডে। তাঁর কাজ সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিল ধারাবাহিক ‘কুমকুম প্যায়ারা সা বন্ধন’-এ।
For all the latest entertainment News Click Here