প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কেএস সেতুমাধবন
প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক কেএস সেতুমাধবন। শুক্রবার সকালে চেন্নাইয়ে নিজের বাসভবনে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।অনেকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি।
১৯৩১ সালে কেরলের পালক্কর জেলায় জন্মগ্রহণ করেছিলেন কেএস সেতুমাধবন। পরিচালক কে রামনাথ-এর সহকারী হিসেবে বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। পরিচালক হিসেবে সেতুমাধবন-এর প্রথম ছবি ‘জনানা সুন্দরী’। প্রয়াত এই চিত্র পরিচালকের কাছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি আরও একটি কারণের জন্য আজীবন কৃতজ্ঞ থাকবে। কিংবদন্তি অভিনেতা কমল হাসান-কে শিশুশিল্পী হিসেবে তাঁর পরিচালনায় মালায়লাম ছবি ‘কান্নুম কারালুম’য়ে ডেবিউয়ের সুযোগ দিয়েছিলেন তিনি। এর কয়েক বছর পর ‘কন্যাকুমারী’ ছবিতে তাঁরই নির্দেশনায় নায়ক রূপে আত্মপ্রকাশ করেছিলেন কমল হাসান।
তাঁর পরিচালনায় একাধিক আইকনিক ছবি ঠাঁই পেয়েছে মালায়লাম সিনেমার ইতিহাসে। ওডাইল নিন্নু’, ‘অনুভবমঙ্গল পালিচকাল’, ‘অপ্পল’ এর মতো বিভিন্ন ছক ভাঙা ছবি রয়েছে এই প্রয়াত পরিচালকের ঝুলিতে যা নিয়ে আজও চর্চা হয়।। তামিল, তেলেগু, হিন্দি ও মালায়লাম ভাষায় প্রায় ৬০টির মতো ছবি পরিচালনা করেছিলেন কেএস সেতুমাধবন। ১০টি জাতীয় পুরস্কার পাওয়ার পাশাপাশি কেরল সরকারের তরফে অজস্র সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। ২০০৯ সালে কেরল সরকারের তরফে সিনেমার জগতে সর্বোচ্চ সম্মান জে সি ড্যানিয়েল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছিল তাঁকে।
For all the latest entertainment News Click Here