প্রয়াত গোবিন্দার প্রথম ছবির পরিচালক, শোকস্তব্ধ বলিউড তারকারা
প্রয়াত বলিউডের বিখ্যাত পরিচালক ইসমাইল শ্রফ। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, পরিচালককে মুম্বইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়স হয়ছিল ৬২। বার্ধক্যজনিত এবং শারীরিক অসুস্থতার কারণে চলে যান তিনি। গোবিন্দা, পদ্মিনী কোলাপুরী, অশোক পণ্ডিত পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
আহিস্তা আহিস্তা, জিদ, আগার, গড এন্ড গান, পুলিশ মজদুর, মাজধার, দিল আখির দিল হ্যায়, বুলন্দি, নিশ্চাই, সূর্যা এবং ঝুটা সাচ-এর মতো ছবি পরিচালনা করেছেন ইসমাইল শ্রফ। পরিচালক হিসেবে তাঁর শেষ ছবি ছিল থোড়া তুম বাদলো থোড়া হাম। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। আর্য বব্বর এবং শ্রিয়া শরণ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: দু’বছরের যাত্রা শেষ, কেরল ফিল্ম উৎসবে দেখানো হবে শিলাজিৎ-অনুরাধার ‘নীহারিকা’
অভিনেতা গোবিন্দার ডেবিউ ছবির পরিচালক ছিলেন ইসমাইল। নাম ‘লাভ ৮৬’। পরিচালকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন গোবিন্দা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি খুব দুঃখিত। ওঁর ছবির হাত ধরেই আমার কেরিয়ার শুরু হয়েছিল। উপরওয়ালা ওঁকে যেন স্বর্গে ঠাই দেয়। চিরনিদ্রায় শান্তিতে থাকুক। তিনি আমাকে শুধু কাজই দিতেন না, আমার প্রতিও বিশ্বাস রাখতেন। আমার জীবনে তিনিই প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন, গোবিন্দা সিনেমা বোঝেন। আমাকে গোবিন্দ থেকে গোবিন্দা বানানোর পিছনে তাঁর বড় ভূমিকা রয়েছে।’
আরও পড়ুন: বরের সঙ্গে তুরস্কে মৌনি, ব্যাগ থেকে কি নতুন বিকিনি বেরোলো? নাকি এবার অন্য কিছু
পদ্মিনী কোলাপুরী প্রয়াত পরিচালকের কথা স্মরণ করে সংবাদমাধ্যমকে বলেন, সর্বদা পরিচালকের মুখে একটা মৃদু হাসি লেগে থাকত, একজন ‘খুব সংবেদনশীল পরিচালক’ ছিলেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘থোড়িসি বেওয়াফাই এবং আহিস্তা আহিস্তা ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। তিনি আমার খুব কাছের মানুষ ছিলেন। আচরণে কঠোর বলে মনে হলেও আদতে মিষ্টি এবং হাসিখুশি স্বভাবের মানুষ ছিলেন। অত্যন্ত সংবেদনশীল একজন পরিচালক ছিলেন। এটা একটা বিরাট ক্ষতি। ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি।’
For all the latest entertainment News Click Here