‘প্র্যাকটিস পিচেই গায়ে বল আছড়ে পড়েছে’, ওভাল নিয়ে আঁতকে ওঠার কথা শোনালেন অশ্বিন
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ওভালের পিচ কেমন হবে? এতদিন ধরে ভারতীয় সমর্থকরা যে উত্তর খুঁজে আসছিল, সেই উত্তরের আভাস কিছুটা মিলেছে। ফাইনালের দু’দিন আগে ওভালের পিচের যে ছবি সামনে এসেছে, তাতে রীতিমতো আঁতকে ওঠার জোগাড় হয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের। কারণ আউটফিল্ডের সঙ্গে পিচের ফারাক করা কার্যত দুষ্কর হয়ে গিয়েছে। পুরো সবুজ হয়ে আছে মাঠ। শেষ কয়েক ঘণ্টায় যে খুব বেশি ছাঁটা হবে, সেরকম সম্ভাবনাও নেই। আর তারইমধ্যে ওভালের পিচ নিয়ে রবিচন্দ্রন অশ্বিন যে কথা শোনালেন, তাতে ভারতীয় ভক্তদের রাতের ঘুমটুকুও চলে যাবে। তিনি জানিয়েছেন যে প্র্যাকটিসের সময় কয়েকটি বল ভারতীয় খেলোয়াড়দের শরীরে আছড়ে পড়েছে। আর ‘পিচ ডক্টর’ নামে এক ব্যক্তি জানিয়েছেন, ওভালের পিচ বাউন্সি হবে। অর্থাৎ মাঠে নামার জন্য অস্ট্রেলিয়ার বোলারদের হাত নিশপিশ করবে।
নিজের ইউটিউব অ্যাকাউন্টে সেই আঁতকে ওঠার খবর দিয়েছেন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজের ইউটিউব অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন ভারতের অফস্পিনার (যিনি সম্ভবত ওভালে প্রথম একাদশে থাকবেন না)। ওই ভিডিয়োয় এক ব্যক্তির সঙ্গে তাঁকে হালকা মেজাজে কথা বলতে দেখা গিয়েছে। যে ব্যক্তিকে অশ্বিন ‘লিজ’ বলে ডাকছিলেন। এমনকী তাঁকে ‘পিচ ডক্টর’-ও বলছিলেন ভারতের তারকা স্পিনার। তবে ওই ব্যক্তি আসলে কে, তা বোঝা যায়নি।
আরও পড়ুন: পিচের উপরে সবুজ ঘাস! ওভালের বাইশ গজ দেখে চোখ কপালে উঠতে পারে বিরাট-রোহিতদের
অশ্বিন এবং লিজের মধ্যে কী কী কথা হয়েছে?
লিজ: ওভালের পিচ ভালো।
অশ্বিন: তুমি সবসময় ভালো পিচ তৈরি কর। কিন্তু আজ প্র্যাকটিস পিচে খেলার সময় আমাদের কয়েকজন খেলোয়াড়ের শরীরে বল লেগেছে।
লিজ: বাউন্স হয়েছে। বল বাউন্স হয়েছে।
অশ্বিন: হ্যাঁ, আজ অনেকটা বাউন্স হয়েছে পিচে। তুমি কি আমায় পছন্দ কর না? তুমি স্পিনের দিকে যাও না। তাই তো? তোমার কী মনে হয়? (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের) ফাইনাল নিয়ে তুমি কি উত্তেজিত? আমরা কি (ফাইনালে) বাউন্সি পিচের আশা করতে পারি? যেরকম পিচে ব্রেট লি বল করতে মুখিয়ে থাকবে (অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার)?
লিজ: পিচটা বাউন্সি হবে। নিশ্চিতভাবে তোমায় একটা কথা বলতে পারি যে ওভালের পিচ বাউন্সি হবে।
আর লিজের সেই কথায় ভারতীয় সমর্থকদের রক্তচাপ বেড়েছে। কারণ অস্ট্রেলিয়ার পেস আক্রমণ দুর্দান্ত। অধিনায়ক প্যাট কামিন্স নিজে আছেন। তাছাড়াও মিচেল স্টার্কের মতো ভয়ংকর বোলার আছে অস্ট্রেলিয়ার হাতে। এমনকী চোটের জন্য জস হ্যাজেলউড ছিটকে গেলেও যে পেসার (স্কট বোল্যান্ড এবং মাইকেল নেসার) প্রথম একাদশে ঢুকতে পারেন, তাঁরাও যথেষ্ট বিপজ্জনক।
আরও পড়ুন: IND vs AUS WTC Final 2023: ‘বাড়তি চাপ নেই’, ১০ বছর ICC ট্রফি না জিতলেও WTC ফাইনালের আগে ‘কুল’ দ্রাবিড়
তবে আবার ভিন্ন মতামতও আছে। অনেকেই অস্ট্রেলিয়ার পেস আক্রমণ দেখে ঘাবড়াতে রাজি নন। তাঁদের মতে, ভারতীয় ব্যাটাররা যদি একটু দেখেশুনে খেলেন, তাহলে অস্ট্রেলিয়া চাপে পড়ে যাবে। আর তারপর পেস সহায়ক পিচে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেবেন মহম্মদ শামি, উমেশ যাদব, মহম্মদ সিরাজরা। আর ইংল্যান্ডের পিচে শামি, সিরাজরা কী করতে পারেন, তা ২০২১ সালে টের পেয়েছিলেন ইংরেজরা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here