প্রোমোর তিন মাস পরেও কেন শুরু হচ্ছে না রামপ্রসাদ? সব্যাসাচীকে দেখতে আকুল দর্শকরা
গত বছরের শেষেই শ্যুট হয়েছিল স্টার জলসার ধারাবাহিক ‘সাধক রামপ্রসাদ’-এর প্রোমো। তারপর জানুয়ারি মাসে তা টেলিকাস্ট হয়। তারপর বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হলেও এখনও সামনে আসেনি কবে থেকে শুরু হবে এই ধারাবাহিক বা কখন দেখা যাবে এটি। এই ধারাবাহিকের মাধ্যমেই ফিরছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী। সঙ্গে থাকছেন সুম্মিলি আচার্য এবং অভিনেত্রী পায়েল দে।
শ্যুটিং এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু টেলিকাস্টের সময় সামনে আসছে। কেন এই টালবাহানা। এদিকে সব্যসাচীকে দেখতে অধীর হয়ে আছেন দর্শকরা। বামাক্ষ্যাপার চরিত্রেও এভাবেই সকলের মন জয় করেছিলেন তিনি।
আসলে দিনকয়েক থেকেই চ্যানেলের সঙ্গে কেবল অপারেটরদের একটা ঝামেলা চলছে। একাধিক জায়গায় মাঝে কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল খবরের সম্প্রচার। ট্রাইয়ের নতুন নিয়ম অনুসারে বেশ কিছু চ্যানেলের দাম মাত্রাতিরিক্ত হারে বাড়ানো হয়েছে। ফলে কেবল অপারেটররা সম্প্রচার বন্ধ রেখেছে। ফলে দর্শক মনে ভয়, সেই চাপেই পড়ে যায়নি তো ‘সাধক রামপ্রসাদ’। যদিও চ্যানেলের তরফ থেকে এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়েছে। আরও পড়ুন: চার মাসেই বন্ধ হওয়ার খবর মিলছে জি বাংলার এই জনপ্রিয় মেগার! মাথায় হাত দর্শকের
দর্শকের একাংশের মনে আরও ভয় এরকম যেন না হয় প্রোমো আসার পর ধারাবাহিক আর এল না। যা হয়েছে কুটুমবাড়ি, রবির নতুন বৌঠানের মতো ধারাবাহিকের ক্ষেত্রে। যদিও রামপ্রসাদের ক্ষেত্রে সে সম্ভাবনা নেই বললেই চলে। খুব সম্ভবত মার্চ থেকেই শুরু হয়ে যাবে সম্প্রচার। এখন দেখার তা কোন ধারাবাহিকের জায়গা নিয়ে নেয়। আরও পড়ুন: আদালতে বউকে ‘লিভ ইন পার্টনার’ বললেন নওয়াজ! বরের নামে ধর্ষণের অভিযোগ আনলেন আলিয়া
এর আগে জলসারই ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে ‘বামাক্ষ্যাপা’র চরিত্রে অভিনয় করে মন জিতে নিয়েছেন সব্যসাচী। ফের একবার ঐতিহাসনির্ভর চরিত্রে সব্যসাচীকে দেখতে ভীষণরকমভাবে আগ্রহী দর্শক তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি জলসার তরফে শেয়ার করা হয়েছিল একটা প্রোমো ভিডিয়ো। তাতে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ …ডিসেম্বরের ঠান্ডায় মাঝরাতে শ্যুটিং করতে করতে মনে হয়েছে আমি যেনো ১০০ বছর পিছিয়ে গিয়েছি। তখন যেভাবে বিয়ে করা হত সেভাবেই সাজানো হয়েছে বিয়ের মণ্ডপ। গভীর রাতেও যেভাবে গোটা সেট প্রবল এনার্জি নিয়ে কাজ করেছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। আমি ভাগ্যবান যে বছরের পর বছর এরকম একটা টিম ও চ্যানেলের সঙ্গে কাজ করতে পারছি।’
For all the latest entertainment News Click Here