প্রোটিয়াদের সঙ্গে ড্রয়ের মাশুল, WTC Points Table-এ ছয়ে কিউয়িরা, চারে থাকল দক্ষিণ আফ্রিকা
ঘরের মাঠে দর্পচূর্ণ হয়ে গেল টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের। চলতি বছরে নিজেদের ঘরের মাঠে পরপর দু’টি টেস্ট সিরিজ জিততে ব্যর্থ নিউজিল্যান্ড। যার প্রভাব পড়ল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও। ২৮ পয়েন্ট নিয়ে ছয়ে জায়গা পেল কিউয়ি ব্রিগেড। জয়ের হার ৩৮.৮৮ শতাংশ। উল্টোদিকে দক্ষিণ আফ্রিকা ৬০.০০ শতাংশ জয়ের হার নিয়ে থাকল চার নম্বরে।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করেছিল কিউয়িরা। এবার দক্ষিণ আফ্রিকা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা ফেরায়।
এই তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে শ্রীলঙ্কাই। ১০০ শতাংশ জয়ের হার নিয়েই একে রয়েছে লঙ্কা বাহিনী। ২ম্যাচের টেস্ট সিরিজ তারা ২-০ জিতে নেয়। তাদের পয়েন্ট ২৪। ৫২ পয়েন্ট এবং ৮৬.৬৬ শতাংশ জয়ের হার নিয়ে দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। পাকিস্তান রয়েছে তিনে। ৭৫ শতাংশ জয়ের হার। পয়েন্ট ৩৬।
ভারত আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের খেসারত দিচ্ছে। সেই সিরিজে হেরেই চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত তারা ৪টি টেস্ট জিতেছে। ৩টিতে হেরেছে। ২টি টেস্ট ড্র করেছে। ৪৯.০৭ শতাংশ জয়ের হার ভারতের। পয়েন্ট ৫৩। রয়েছে তালিকার পাঁচ নম্বরে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি ২ ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিততে পারে, বিশেষ করে ২-০ ব্যবধানে জেতে, সে ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলেও কিছুটা উন্নতি করবে তারা।
নিউজিল্যান্ডের পর সাত, আট, নয়ে রয়েছে যথাক্রমে বাংলাদেশ (২৫ শতাংশ জয়ের হার এবং পয়েন্ট ১২), ওয়েস্ট ইন্ডিজ (২৫ শতাংশ জয়ের হার এবং পয়েন্ট ১২), ইংল্যান্ড (৯.২৫ শতাংশ জয়ের হার এবং পয়েন্ট ১০)। অ্যাসেজে বাজে ভাবে হারের জন্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড।
এ দিকে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় পেলেও, দ্বিতীয় টেস্টে একেবারে ল্যাজেগোবরে হয়েছে। ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে ১৯৮ রানের বড় ব্যবধানে হেরেছে কিউয়িরা। যার নিট ফল ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র হয়ে গিয়েছে।
For all the latest Sports News Click Here