প্রোটিয়াভূমে টেস্ট খেলবেন শাকিব, নিজের কথা জানালেন বিসিবি প্রেসিডেন্ট
শুভব্রত মুখার্জি: গতবছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ এবং পরবর্তীতে জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি টাইগারদের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে জাতীয় দল আদৌ শাকিব আল হাসানকে পাবেন কিনা সেই বিষয়ে অনিশ্চয়তা ছিল। সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেল স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়। প্রোটিয়াভূমে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন টাইগারদের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। আজ অর্থাৎ সোমবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের পর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
আফগানদের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানিয়েছেন ‘শাকিব আমাদের একটি চিঠি দিয়েছিল। টেস্ট থেকে ৬ মাসের একটা বিরতি সে চেয়েছিল। পরে ওকে জিজ্ঞেস করলে ও জানাল আইপিএলের কারণে দুটো সিরিজও খেলতে পারবে না। একটা দক্ষিণ আফ্রিকায় আর অন্যটা শ্রীলঙ্কায়। আমি বলেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে খেলতেই হবে। ও সঙ্গে সঙ্গে রাজি হয়। শ্রীলঙ্কার বিপক্ষে খেলাটা এখন আর ইস্যু নয়। যেহেতু ও আইপিএলে নেই তো দক্ষিণ আফ্রিকায় টেস্ট না খেলার কোন কারণ নেই। তাই এই চিন্তাটা মাথা থেকে ভুলে যান। যেহেতু আইপিএল নাই সে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলবে।’
চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাপন জানান ‘ও তো ওডিআই খেলতে যাচ্ছে। টেস্ট খেলবে না! এটা কী বললেন? চলে আসবে? ও খেলবে। আমার ধারণা খেলবে। শুনুন আজকে খেলা শেষে দূর থেকে একটা কথা হয়েছে। কাছাকাছি তো যেতে পারি না। আমি ওকে বলেছি দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট খেলে এসে তোমার সঙ্গে কথা আছে। ও একটু হেসে বলল, আপনি যা বলেন। আমার কথা হচ্ছে ও খেলবে। আমি এখন পর্যন্ত যা জানি ও খেলবে। ও একবারও বলেনি ও খেলবে না।’ শাকিব প্রসঙ্গে বলতে গিয়ে পাপন জানান ‘যে কোনও ক্রিকেটার যে কোনও ফর্ম্যাট না খেলতে চাইলে আমার কোনও অসুবিধা নেই। কিন্তু সেই কথাটা আমাকে আগে বলতে হবে। সে (শাকিব) বলেছিল, আইপিএলের কারণে। এখন যেহেতু হচ্ছে না ফলে সে খেলবে এটাই বিশ্বাস।’
For all the latest Sports News Click Here