‘প্রেম নিয়ে কোনও সমঝোতা নয়, প্রয়োজনে আত্মত্যাগ করতে তৈরি’, অকপট অন্বেষা
২০১৭-তে ‘কাজললতা’ ধারাবাহিকের হাত ধরে ডেবিউ। পরে ‘চুনি-পান্না’ সিরিয়ালে ‘চুনি’র চরিত্রে দেখা গেছে অন্বেষাকে। আর এরপর ২০২১-এ ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র ঊর্মির ভূমিকায়। ব্যস, তারপর আর ফিরে তাকাতে হয়নি অন্বেষাকে। ২০২২ শেষ হয় ‘এই পথ যদি না শেষ হয়’-এর পথ চলা। তারপর এবার ফের নতুন শুরু করতে চলেছেন অন্বেষা। টেলিপর্দায় ফিরছেন ফিরছেন ‘সন্ধ্যাতারা’র হাত ধরে।
১২ জুন, সোমবার থেকে ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছে ‘সন্ধ্যাতারা’। যেখানে থাকবে এক পুরুষ আর দুই বোন ‘সন্ধ্যা’ আর ‘তারা’। নতুন চরিত্র প্রসঙ্গে অন্বেষা সম্প্রতি এই সময় ডিজিটালকে বলেন, তিনি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। পরিশ্রম করতে ভালোবাসেন, ভয় পেয়ে পিছিয়ে আসবেন না কখনওই।
আরও পড়ুন-ফের বিয়ে করেছেন প্রাক্তন জামাই মধু মন্তেনা, কী বলছেন নীনা গুপ্তা
আরও পড়ুন-কাওয়ালি গানে ইংরাজি! অনু মালিকের উপর বেজায় চটে বেরিয়ে যান জাভেদ আখতার, তারপর?
আরও পড়ুন-মা লক্ষ্মীকে নিয়ে ‘গন্দি বাত’? ক্ষোভের মুখে একতা, পোস্টার বিতর্কে জড়ালেন কীভাবে
অন্বেষা হাজরার কথায়, ‘চিত্রনাট্যকার সাহানা দত্ত ও পরিচালক কৃষ্ণেন্দু ওঁরা আমায় চরিত্রের জন্য বেছেছেন এটাই অনেক। ওঁরা আমার উপর ভরসা করেছেন, আমি সেটা রাখতে চাই। সন্ধ্যা চরিত্রটি আমি ভালোবেসেই করছি। বাড়ির একজন পুরুষ যা করে সন্ধ্যা সেটাই করছে। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরেছে ও। নিজের দিকে তাকানোর সময় ওঁর নেই, আশেপাশের মানুষগুলোকে ও ভালো রাখতে চায়।’ প্রসঙ্গত সন্ধ্যে ৭.৩০-এ সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক।
ধারাবাহিকের গল্পে দেখা যাবে একই পুরুষ আকাশনীলকে ভালোবেসে ফেলে দুই বোন সন্ধ্যা ও তারা। তাহলে কি বোন তারার জন্য সন্ধ্যা আত্মত্যাগ করবে? সেকথা উত্তর অবশ্য ধারাবাহিক এগোলে তবেই বোঝা যাবে। তবে ব্যক্তিগত জীবনে প্রেম নিয়ে সমঝোতা করতে একেবারেই তিনি নারাজ বলে সাফ জানান অন্বেষা হাজরা। তবে প্রয়োজনে আত্মত্যাগ করতেই পারেন বলেও জানান।
For all the latest entertainment News Click Here