প্রেম দিবসে মৌনিকে প্রচুর টাকার উপহার স্বামী সূরজের! দেখলে চমকে উঠবেন
দিন কয়েক আগেই সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি রায় এবং সূরজ নাম্বিয়ার। বিয়ের পর এইটা প্রথম ভ্যালেন্টাইনস ডে তাঁদের। সদ্য গুলমার্গ-কাশ্মীর থেকে মধুচন্দ্রিমা সেরে ফিরেছেন মৌনি এবং সূরজ। এবার সদ্য বিবাহিতা স্ত্রীকে ভালোবাসার দিনে দামী উপহারে ভরিয়ে দিলেন সূরজ। যা দেখে রীতিমতো চোখ কপালে নেটিজেনের।
মৌনিকে কী উপহার দিয়েছেন সূরজ? নয়িকার পোস্ট থেকে জানা যাচ্ছে, একটা নয় চার-চারটে হিরের আংটি নাকি স্ত্রীকে এ দিন উপহার দিয়েছেন সূরজ। দামী উপহারের সেই ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন মৌনিও। চারটে আংটি একসঙ্গে আঙুলে পরে রয়েছেন তিনি। ক্যাপশনে জানিয়ছেন, ‘যখন বর মাত্র ভ্যালেন্টাইন্স ডে-তে একটা উপহার নির্ধারণ করতে না পেরে চারটে আংটি কিনে আনে।’ পাশাপাশি এ দিন সকলকে ভালোবাসার দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন নায়িকা।
বিয়ে সেরেই মধুচন্দ্রিমার জন্য স্বামী সূরজ নম্বিয়ার সঙ্গে কাশ্মীর, গুলমার্গে উড়ে গিয়েছিলেন মৌনি রায়। সেখান থেকে শেয়ার করেছিলেন একগুচ্ছ ভালোবাসামাখা ছবি।
গত ২৭ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই দম্পতি। মালায়লি এবং বাঙালি দুই মতে বিয়ে করেন তাঁরা। গোয়ায় বসেছে মৌনি-সূরজের বিয়ের আসর। জুটির বিয়েতে হাজির ছিলেন পরিবার এবং ঘনিষ্ঠরা। বলিউড থেকে দেখা মিলেছে মন্দিরা বেদি, অর্জুন বিজলানি, আশকা গোরাডিয়াদের। বিয়ের পর গত ৩০ জানুয়ারি মুম্বই ফিরেছেন নব দম্পতি। এরপরই হানিমুনে ভূ-স্বর্গ রাজ্যে পাড়ি দেন এই দম্পতি।
For all the latest entertainment News Click Here