প্রেম জমে ক্ষীর! আদিপুরুষের সেটে হাঁটু মুড়ে বসে কৃতিকে প্রোপোজ করেন প্রভাস?
বলিউডে কান পাতলেই এখন শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ‘বাহুবলী’ প্রভাস নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী কৃতী শ্যাননের সঙ্গে। হ্যাঁ, ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিং চলাকালীনই নাকি বলিউডের দীর্ঘাঙ্গীর প্রেমে পড়েন দক্ষিণী সুপারস্টার। ফিল্ম ক্রিটিক উমর সান্ধু তো টুইট পর্যন্ত করেছেন যে আদিপুরুষের সেটে নাকি কৃতীকে ফিল্মি স্টাইলে প্রেম প্রস্তাব পর্যন্ত দিয়েছেন প্রভাস।
বলিউডের এক নামী সংবাদমাধ্য়মের প্রতিবেদনে বলা হয়েছে ‘আদিপুরুষ’-এর শ্যুটিং চলকালাীন হাঁটু মুড়ে বসেন প্রভাস। এরপর প্রেম নিবেদন করেন প্রকাশ্যে। প্রভাসের প্রস্তাব হাসিমুখে গ্রহণ করেন ‘দিলওয়ালে’ তারকা। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই বাগদান সেরে ফেলবেন কৃতী ও প্রভাস। অর্থাৎ সম্পর্ককে দ্বিতীয় ধাপে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত দুজনেই।
সম্প্রতি কৃতির ‘ভেড়িয়া’ কো-স্টার বরুণ ধাওয়ান পর্যন্ত ইঙ্গিত দিয়েছেন এই লাভ স্টোরির। এক রিয়েলিটি শো-তে করণ জোহর বরুণকে প্রশ্ন করেন, ‘কৃতির নাম এই লিস্টে নেই কেন?’ আর তাতে ‘ভেড়িয়া’ তারকার জবাব, ‘কৃতির নাম আছে কারও হৃদয়ে (লেখা)’! ব্যস, খোঁচা দিয়ে পেটের ভিতরের কথা বের করার এত ভালো সুযোগ কি করণ জোহর ছাড়তে পারেন। জানতে চান, ‘কার হৃদয়ে?’ তাতে বরুণ জবাব দেয়, ‘একটা লোক আছে যে এখন মুম্বইতে নেই, শ্যুট করছে দীপিকা (পাড়ুকোন)-এর সঙ্গে’। এই কথা শুনে লজ্জায় লাল হয়ে ওঠেন কৃতি। বলে রাখি, প্রভাস কিন্তু এখন ‘প্রোজেক্ট কে’-র শ্যুটিং নিয়ে ব্যস্ত দীপিকার সঙ্গে।
বরুণের কথা শুনে কারুর দুয়ে দুয়ে চার করে নিতে অসুবিধা হয়নি। তাই প্রেম নিয়ে কৃতি বা প্রভাস একটা শব্দও খরচ না করলেও এই চর্চিত প্রেম কাহিনি এখন বলিউডের হট টপিক। এর আগে অনুষ্কা শেট্টি-সহ বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে প্রভাসের। তবে সবই জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন প্রভাস। মাস কয়েক যেতেই ধামাচাপা পড়েছে প্রেমের গুঞ্জন। প্রভাস-কৃতির প্রেমচর্চা শেষ পর্যন্ত বাস্তবে রূপ পায় কিনা সেটাই দেখবার।
For all the latest entertainment News Click Here