প্রেমে ডুব! ট্রোলিং উপেক্ষা করে দুর্নিবারকে ‘রাইকমল’ দেওয়ার কথা বললেন মোহর
দুর্নিবার-মোহরের বিয়ে নিয়ে একাংশের ট্রোলিং অব্যাহত। কেউ দুর্নিবার-মোহরের পক্ষ নিয়ে কথা বলছেন, কেউ আবর এই বিয়েকে বাঁকা চোখেই দেখছেন। তবে যে যাই বলুক না কেন আপাতত একে অপরের প্রেম ডুবে রয়েছেন নব-দম্পতি। ট্রোলিংকে গুরুত্ব দিতে নারাজ তাঁরা।
মঙ্গলবার ২০২২-এ মুক্তি পাওয়া লোকগান ‘রাইকমল’ গানের লাইন ধরেই দুর্নিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মোহর। লিখলেন, ‘তোমার চোখের আদিম নিলাম/দিলাম তোমায় রাইকমল/উড়ালসেতু ভুলিয়ে দিলো/একলা থাকা রাতমহল’। সঙ্গে মোহর পোস্ট করেছেন দুর্নিবারের সঙ্গে বিয়ে, সিঁদুরদান ও বউভাতের কিছু ছবির কোলাজ।
এদিকে দুদিন আগেই কন্যা স্নেহে তাঁকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যাওয়ার ভিডিয়ো। যেটি পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘এটি সেই মুহুর্তগুলির মধ্যে একটি যা সংজ্ঞায়িত করে যে প্রেমের বন্ধনকে …আমি এই পিতা-কন্যা যুগলের জন্য হাজার উজ্জ্বল সূর্য কামনা করি’। ঐন্দ্রিলা সেন ওরফে মোহরও সেই ভিডিয়োটি লাভ ইমোজি দিয়ে শেয়ার করেছিলেন।
৯ মার্চ সাতপাকে বাঁধা পড়েন দুর্নিবার-মোহর। শনিবার বউভাতের পর্ব মিটতেই রবিবার নতুন বউ মোহরকে নিয়ে মির্চি মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে অ্যাওয়ার্ড শো’তে হাজির হয়েছিলেন গায়ক দুর্নিবার। এদিকে ‘শকুনের অভিশাপে গরু মরে না’ সম্প্রতি নিন্দুকেদেরা জবাব দিয়ে এমনই মন্তব্য করেছেন দুর্নিবার।দু’বার বিয়ের পিঁড়িতে বসেছেন, তাও আবার দু-বছরের ব্যবধানে, তা নিয়েই তুমুল ট্রোলের মুখে পড়েছেন সারেগামাপা খ্যাত দুর্নিবার। ‘হেট কমেন্ট’ উপচে পড়ছে গায়কের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও।
খোদ ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানেজার ঐন্দ্রিলা সেন ওরফে মোহরকে বিয়ে করেছেন গায়ক। তা নিয়ে অনেকেরই কটাক্ষ ‘নিজের জায়গা ইন্ডাস্ট্রিতে শক্ত করতেই বুম্বাদার কাছের মানুষকে বিয়ে করেছেন দুর্নিবার। তা নাহলে কি টানা ৬ বছর প্রেম করার পর ধুমধাম করে বিয়ে করার পরও মাত্র ৬ মাসে তা ভাঙতে পারে!’ ঘর ভাঙার নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী মোহরও। অনেকেই গায়কের প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রতি সহমর্মী। উঠে আসছে নানান মতামত।
For all the latest entertainment News Click Here