প্রেমের বয়স সবে ৩ মাস, সন্দীপ্তা বললেন, ‘মনে হয়েছিল মানুষটার উপর ভরসা করা যায়’
না, আর কোনও গুঞ্জন নয় এবার সন্দীপ্তা চক্রবর্তী নিজের মুখেই জানিয়েছেন তিনি আর সিঙ্গল নন। ‘গল্প হলেও সত্যি’ প্রেমে পড়েছেন সন্দীপ্তা। পাত্রও টলিপাড়ার চেনা মুখ। যদিও তিনি পর্দার সামনের নন, পিছনের মানুষ। সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন সন্দীপ্তা। রবিবার সোশ্যাল মিডিয়ায় সৌম্যর সঙ্গে ছবি পোস্ট করে সেই খবর ভাগ করে নিয়েছেন তিনি।
ছবির প্রকাশ্যে আনতেই ইনস্টাগ্রামে শুভেচ্ছার বন্যা। যে সকল বন্ধুরা এতদিন সন্দীপ্তার প্রেমের খবরটা জেনেও প্রকাশ্যে আনতে পারেননি তাঁরা তো খুশিতে ডগমগ। বেস্ট ফ্রেন্ড ত্বরিতা থেকে ঊষসী, ইশা- সব্বাই অভিনন্দন বার্তা জানিয়েছেন জুটিকে। কে এই সৌম্য মুখোপাধ্যায়? ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর চিফ অপারেটিং অফিসার।
প্রথমবার নিজের প্রেম নিয়ে খোলাখুলি কথা বললেন সন্দীপ্তা। কেমনভাবে শুরু এই প্রেমের গল্প? এক প্রথমসারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন এই প্রেমের বয়স খুব বেশি নয়। মার্চ মাস নাগাদ এক মিউজিক ভিডিয়ো লঞ্চে পরিচয়। তারপর শুরু বন্ধুত্ব। সন্দীপ্তার কথায়, ‘আমাদের পছন্দগুলো বেশ একরকম। সৌম্য ঘুরতে, খেতে খুব ভালোবাসে, আমিও তাই। আলাপ হওয়ার পরে মনে হয়েছিল, মানুষটা সৎ, ভরসা করা যায় ওর ওপর।’
কে প্রথম প্রস্তাবটা দিল? মুচকি হেসে সন্দীপ্তা বলেন,’সৌম্যই প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হই’। সঙ্গে সংযোজন,’আমার কাছে মানুষটা জরুরি কেবল। পেশা দেখে প্রেম করার ইচ্ছা ছিল না কখনও’।
বন্ধুদের সঙ্গে সম্প্রতি ফিলিপিন্স গিয়েছিলেন সন্দীপ্তা, সেই সফরে সঙ্গী ছিলেন সৌম্য। কেমন কাটল দিনগুলো? ‘হাসি, মজা, গল্পে সময়টা কেটে গেল। এখন তো আর চোখের দিকে চেয়ে বসে থাকার বয়স নেই। তবে সৌম্য এই প্রথম স্নরকেলিং করল। ওর জলে একটু ভয় আছে।’
এর আগে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সন্দীপ্তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে দু’জনেই স্পষ্ট জানিয়েছেন, ‘আমরা কেবলই বন্ধু’। প্রকাশ্যে প্রেম সম্পর্কে এভাবে শিলমোহর দেওয়ার পর সবার মনেই প্রশ্ন, ‘তাহলে সন্দীপ্তা কবে বিয়ে করছেন?’ অভিনেত্রীর চটপট জবাব, ‘এখন ভাবিনি, একে অপরকে অনেকটা চেনা বাকি’।
For all the latest entertainment News Click Here