প্রেমের গল্প তার মধ্যে গ্যাস চেম্বার! বরুণ-জাহ্নবীর বাওয়ালের টিজারেই শুরু বিতর্ক
বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘বাওয়াল’ -এর টিজার মুক্তি পেল। আর মুক্তি পেতেই হইচই ফেলে দিয়েছে এই ভিডিয়ো। ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নীতিশ তিওয়ারি পরিচালিত এই ছবির টিজার দারুণ কিছু কাজ দেখার আশা জাগিয়েছে বইকি! এটা তাঁদের সবথেকে দামী সিনেমা বলেই জানানো হয়েছে।
বরুণ এবং জাহ্নবী অভিনীত এই ছবির টিজার আভাস দিল এমন এক প্রেম কাহিনির যা এক যুদ্ধের আবহে মাথাচাড়া দিয়েছিল। ছবির টিজার শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘ভালোবাসা মোটেই সহজ নয়। কিছু বাওয়ালের জন্য তৈরি হয়ে যান।’
এই ছবির টিজার ভিডিয়োতে দেখা যাচ্ছে বরুণ এবং জাহ্নবীর দেখা হচ্ছে। তারপরই কোনও ঝামেলার কারণে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। আলাদা হয়ে যান তাঁরা। এখানেই অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমি আমার সম্পর্ককে বুঝতে এতটাই সময় লাগিয়ে দিলাম যে যখন বুঝলাম সেটা হারানোর সময় হয়ে গেল।’ টিজারের শেষে দেখা যায় একটি চেম্বারে বন্দি বরুণ, সঙ্গে আরও অনেক লোক। বাইরে দাঁড়িয়ে জাহ্নবী। আর তাঁদের মাঝে থাকা এক ফালি দরজা বন্ধ হয়ে গেল। এখানেই কি শেষ তাঁদের প্রেমের পথ? নাকি নতুন কোনও উপায়ে ভালোবাসা তার রাস্তা খুঁজে নেবে?
এই ছবির টিজার প্রকাশ্যে আসার একদিন আগেই বরুণ এবং জাহ্নবী একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেন। লেখেন, ‘তুমি যদি আমায় ভালোবাসতে দিতে তাহলে কতটা যে ভালোবাসতাম তুমি নিজেও জানো না।’
এই ছবির শুটিং হয়েছে প্যারিস, বার্লিন, পোল্যান্ড, আমস্টারডাম, লখনউ সহ একাধিক জায়গায়। ৭০০ -এর বেশি মানুষ যুক্ত ছিলেন এই ছবির সঙ্গে। জার্মানি থেকে স্টাটমেন এবং অ্যাকশন ডিরেক্টরকে আনা হয়েছিল। এই ছবিটি আগামী ২১ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে।
নীতিশ তিওয়ারির এই ছবির প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াওয়ালা। তিনি এই ছবির বিষয়ে বলেছেন, ‘বাওয়াল ছবিটা আমার খুব কাছের। এই ছবির প্রযোজনা করতে পারা আমার কাছে অত্যন্ত ভাগ্যের।’
For all the latest entertainment News Click Here