প্রেমিক অর্জুনের সঙ্গে আম্বানিদের কালচারাল সেন্টারের উদ্বোধনে ধরা দিলেন মালাইকা
৩১ মার্চ উদ্বোধন করা হল নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের। মুম্বইয়ের বান্দ্রা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড গার্ডেনে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন হয়। এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন একাধিক বলি তারকা। এদিন মালাইকা আরোরা তাঁর প্রেমিক অর্জুন কাপুর, করিনা কাপুর, মাধুরী দীক্ষিত প্রমুখ উপস্থিত ছিলেন।
করণ জোহর এদিন কালো রঙের পোশাক পরেছিলেন। সোনালি রঙের কাজ করা ছিল তাতে। অদিতি রাও হায়দারি এদিন স্কার্ট ব্লাউজ পরেছিলেন। সাদা শার্টের সঙ্গে ফ্লোরাল প্রিন্টের স্কার্ট পরেছিলেন তিনি। রাজকুমার রাও তাঁর স্ত্রী পত্রলেখার সঙ্গে এদিন এই অনুষ্ঠানে এসেছিলেন। কাজল আগরওয়াল এবং গৌতম কিচলুকেও এদিনের অনুষ্ঠানে দেখা যায়।
অনুষা ডান্ডেকর, ভূমি পেডনেকর, প্রমুখকে দেখা যায় এদিনের অনুষ্ঠানে। হলিউডি তারকা জেন্ডেয়া এবং গিগি হাদিদ উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। তাঁরা শাড়ি পরেছিলেন। অন্যদিকে টম হল্যান্ড কালো রঙের স্যুট পরেছিলেন।
করিনা কাপুর এদিন তাঁর ইনস্টাগ্রামে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন। তাঁকে একটি ডার্ক নীল রঙের পোশাকে দেখা যায়। তিনি তাঁর নিজের এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘মিনিমালিজম মানে কিছুর কমতি নয়। এটার অর্থ সব কিছু সঠিক পরিমাণে থাকা।’
কেবল নিজের ছবি নয়, অভিনেত্রী তাঁর বেটার হাফ সইফ আলি খানের সঙ্গে একাধিক ছবির শেয়ার করেন। তাঁকে কালো রঙের শেরওয়ানিতে দেখা গিয়েছিল এদিন। অভিনেত্রী তাঁর এবং সইফের এই ছবিগুলো শেয়ার করে লেখেন, ‘তোমার সঙ্গে ডেট নাইট।’
মাধুরী দীক্ষিতকে এদিন একটি কো-ওর্ড সেটে দেখা যায়। তিনি তাঁর বর ডক্টর শ্রীরাম নেনেকে দেখা যায়। ফারহান আখতারকে এদিন তাঁর স্ত্রী শিবানী ডান্ডেকরের সঙ্গে দেখা যায়।
মাসাবা গুপ্ত, লারা দত্ত, মহেশ ভূপতি, সানি কৌশল, ভাবনা পাণ্ডে, কবীর খান, মিনি মাথুর, চাঙ্কি পাণ্ডে প্রমুখও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে।
For all the latest entertainment News Click Here