প্রেমিকের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ, গীতশ্রী বললেন, ‘আমি ওসব শুনতে চাই না…’
দীর্ঘদিনের প্রেমিকা তনুশ্রীকে ২০১৬তে বিয়ে করেছিলেন ফুটবলার প্রবীর দাস। বিয়ের কিছুদিন পরেই ফুটবলার স্বামী প্রবীরের নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন তনুশ্রী। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছেছিল। তবে পুরনো কথা ভুলে অভিনেত্রী গীতশ্রী রায়ের সঙ্গেই এখন জমিয়ে প্রেম করছেন প্রবীর দাস।
এদিকে প্রথমদিকে প্রবীরের সঙ্গে প্রেমের বিষয়টি চাপা রাখলেও এখন আর তা নিয়ে লুকোছাপা করেননি গীতশ্রী রায়। প্রকাশ্যেই প্রবীরের সঙ্গে ছবি দিতে দেখা যাচ্ছে গীতশ্রীকে। এদিকে প্রবীরও জানিয়েছেন তিনি পুরনো ভুলে নতুন জীবনে এগিয়ে যেতে চান। তবে ফুটবলার প্রেমিক প্রবীরের বিরুদ্ধে যে গার্হস্থ্য় হিংসার অভিযোগ উঠেছিল, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান কথা শুনতে হচ্ছে অভিনেত্রী গীতশ্রীকেও। তবে এবিষয়ে অভিনেত্রী গীতশ্রীর বক্তব্য কী?
আরও পড়ুন-রাহাকে মুম্বইতে রণবীরের কাছে রেখেই দুবাইতে আলিয়া, হোটেলে পেলেন বিশেষ চিঠি
প্রবীর দাসের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা নিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খোলেন অভিনেত্রী গীতশ্রী দাস। গীতশ্রী বলেন, প্রবীর দাসের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তা কোনওটাই প্রমাণিত হয়নি। আর তিনি অতীত নয় ভবিষ্যৎ নিয়েই ভাবতে চান বলে জানিয়ে দেন গীতশ্রী। তাঁর কথায়, প্রবীর ভালো মানুষ। ওঁর অতীত নিয়ে তিনি কোনও কথা শুনতে রাজি নন।গীতশ্রী জানান, আপাতত তিনি এবং প্রবীর দুজনেই ব্যস্ত, তবে বিয়েটা ঘটা করেই করতে চান তাঁরা। বিয়ের পর বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াতে চান।
জানা যায়, ২০১৯ থেকেই নাকি গীতশ্রী রায়কে মেসেজ করতেন প্রবীর। ২০২১-এর তাঁর মেসেজের উত্তর দেন গীতশ্রী। তখন থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। আজকাল প্রায়দিনই গীতশ্রী ও প্রবীরকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। প্রবীরের সঙ্গে নানান রিলস ভিডিয়োও পোস্ট করেন গীতশ্রী।
For all the latest entertainment News Click Here