প্রীতি ও তাঁর ছোট্ট মেয়েকে হেনস্থা, অর্জুন বললেন, আমায় জানালে গিয়ে পিটিয়ে আসতাম
সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া দুটি ঘটনায় বেশ বিরক্ত এবং আতঙ্কিত অভিনেত্রী প্রীতি জিন্টা। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা তুলে ধরেন প্রীতি। জানিয়েছিলেন অভিজাত আবাসনের বসবাসকারী এক মহিলা হঠাৎ-ই এসে জোর করে তাঁর ছোট্ট মেয়ের গালে ভেজা চুমু দিয়ে বসেন। এরপর কী মিষ্টি বাচ্চা বলে ছুটে পালান। আবার রাস্তায় এক প্রতিবন্ধী ব্যক্তি টাকার জন্য তাঁকে ধাওয়া করেছিলেন।
বিরক্ত প্রীতি জিন্টা লিখেছিলেন ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমার সন্তানরা কোনও প্যাকেজ চুক্তির অংশ নয়। দয়া করে এসে শিশুদের শিকার মতো স্পর্শ করবেন না। শিশুদের সঙ্গে ওদের মতো করেই আচরণ করুন।’ প্রতি জিন্টার এই পোস্টে কমেন্ট করেছেন তাঁর প্রাক্তন সহ অভিনেতা হৃত্বিক রোশন। লেখেন একটা লাল হার্ট ইমোজি দিয়ে লেখেন ‘ঠিক বলেছ প্রী’। মালাইকা অরোরা লেখেন, ‘তুমি জোরে এবং স্পষ্টভাবে নিজের বক্তব্য জানিয়েছ, ঠিক করেছ।’ সঙ্গে দুই হাত জোর করা একটা ইমোজি যোগ করেন মালাইকা। অর্জুন রামপাল লিখেছেন, ‘পরের বার আমায় ফোন করো, আমি ওদের ব্যবস্থা করব।’ প্রিয়াঙ্কা চোপড়ারও প্রীতির পোস্টে দুই হাত জোর করা, খোলা মুখ ও হাততালির ইমোজি দিয়েছেন। লিলি সিং লেখেন, ‘এটা ভীষণই সত্য ও গুরুত্বপূর্ণ কথা, নিজের পক্ষে সবসময় রুখে দাঁড়ানো উচিত।’
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন প্রীতি। তাতে দেখা যায় এক প্রতিবন্ধী ব্যক্তি হুইল চেয়ারে করে এসে প্রীতির পথ আটকান। প্রীতি লেখেন, বছরের পর বছর ধরে ওই ব্যক্তি আমাকে টাকার জন্য হয়রানি করেছেন। আমি যখন পেরেছি ওঁকে টাকা দিয়েছি। তবে এবার আমার কাছে নগদ টাকা ছিল না, শুধু একটা ক্রেডিট কার্ড ছিল, তাই দুঃখিত বলে গাড়িতে উঠি। আমার পাশে থাকা এক মহিলা ওকে কিছু টাকা ছুড়ে দেন, কারণ উনি আক্রমণাত্মক হতে শুরু করেন। তারপর উনি আমার গাড়ি লক্ষ্য করে ধাওয়া দেন, গাড়িতে হুইলচেয়ার নিয়ে ধাক্কা দেন। বিরক্ত প্রীতি লেখেন, এরপর কোনও দুর্ঘটনা ঘটলে তখন তাঁর ঘাড়েই দায় চাপানো হত, কারণ তিনি সেলিব্রিটি। কিন্তু মানুষের বোঝা উচিত আমি মানুষ, একজন মা।
দ্বিতীয় ঘটনা প্রসঙ্গে প্রীতি লিখেছিলেন, সম্প্রতি এক অভিজাত আবাসনের মহিলা এসে আমার মেয়ে গিয়ার ছবি তোলার চেষ্টা করেন। আমি বাধা দিলে উনি চলে যান। তারপর আবার হঠাৎ করে এসে আমার মেয়েকে কোলে তুলে ওর মুখের পাশে একটা ভেজা চুম্বন করে বসেন। তারপর কী সুন্দর বাচ্চা বলে দৌড়ে পালান। প্রীতির কথায়, ‘আমি যদি সেলিব্রিটি না হতাম, তাহলে হয়ত রেগে গিয়ে খারাপ কোনও প্রতিক্রিয়া করতাম, তবে অনেক কষ্টে নিজেকে শান্ত রেখেছিলাম।’
For all the latest entertainment News Click Here