প্রীতির সঙ্গে শামির রসায়ন নিয়ে চর্চা, ওদিকে সুইমস্যুটে উদ্দাম নাচ হাসিনের!
পাঞ্জাব সুপার কিংস-এর মালকিন প্রীতি জিন্টার সঙ্গে একটি ক্যানডিড ছবি পোস্ট করে দিন কয়েক আগেই সংবাদ শিরোনামে উঠে আসেন মহম্মদ শামি। গুজরাট বনাম পাঞ্জাব ম্যাচ শেষে মাঠের মধ্যে দাঁড়িয়ে আড্ডায় মগ্ন দুজনে। নজর কাড়ে শামির ইঙ্গিতপূর্ণ ক্যাপশন। গুজরাট দলের তারকা পেসার লেখেন, ‘পুরনো স্মৃতি আবার জীবন্ত হয়ে উঠেছে। ইওর্কার শেখা এখনও বাকি।’ এই ছবিতে প্রীতির সঙ্গে শামির ‘রসায়ন’ ঘিরে নানা মুনির নানা মত। সেইসবের মাঝেই চর্চায় শামির স্ত্রী হাসিন জাহান।
বরের সঙ্গে প্রায় দেখাদেখি নেই হাসিনের! দুজনের সম্পর্কের তিক্ততা কারুর অজানা নয়। থানা-পুলিশ থেকে আদালত পর্যন্ত গড়িয়েছে মামলা। কিন্তু এখনও পর্যন্ত আইনি বিচ্ছেদ হয়নি দুজনের। ইনস্টাগ্রামে বেজায় অ্যাক্টিভ হাসিন, সাহসী অবতারে নিজেকে মেলে ধরতে পিছপা হন না তিনি। ফের একবার স্নানপোশাকে জলকেলির ভিডিয়ো ও ছবি পোস্ট করে ভাইরাল হাসিন। নীল রঙা শরীরচাপা সুইমস্যুটে ভোজপুরী গানে নাচলেন হাসিন।
জলে ভেজা গা, চুল থেকে ঝরছে জল। সুইমিং পুলের পাশে বসেই নাচ শুরু হাসিনের, এরপর জলে ঝাঁপ দিয়েও লাফালাফি চলল পুরোদমে। হাসিনের এমন কীর্তি দেখে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘এইসব কাণ্ড দেখেই বর পালিয়েছে’। আবার কেউ লিখেছেন, ‘রমজান মাসে এমন নিলর্জ্জের মতো পোশাক পরে শরীর না দেখালেই হয় না?’ রমজান চলাকালীন স্নানপোশাক পরার জন্য রীতিমতো বিদ্রুপের শিকার হতে হল হাসিনকে। মেয়ের সঙ্গে সুইমিং পুলে নেমেছিলেন হাসিন। তাঁর ভিডিয়োতে ঝলক ধরা পড়েছে আইরার ঝলক।
এমনিতে সরাসরি ট্রোলি নিয়ে কখনই জবাব দেন না হাসিন। এদিনও মুখে কুলুপ তাঁর। তবে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্টে নিন্দকদের কড়া জবাব দিলেন হাসিন। শামি-পত্নীর বার্তা, ‘কেউ তোমার দিকে পাথর ছুড়লে, পালটা পাথর ছুড়ে দেওয়ার দরকরা নেই, বরং সেই পাথর সংগ্রহ করে নিজের সাম্রাজ্য গড়ে তোলো’।
গত বছর মুক্তি পেয়েছে হাসিন জাহানের ডেবিউ ছবি ‘রিয়ালিটি শো’ (Reality Show)। কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন হাসিন। আপতত অভিনয় কেরিয়ারেই মন দিতে চান হাসিন। পেশায় মডেল হাসিন আইপিএলে চিয়ার লিডার হিসাবে কাজ করেছেন। বেশ কিছু বিজ্ঞাপনী ক্যাম্পেনের সঙ্গেও যুক্ত থেকেছেন হাসিন। কলকাতার মেয়ে হাসিনের সঙ্গে শামির আলাপ আইপিএল-এর ফাঁকেই। প্রেমপর্বের পর ২০১৪ সালের ৬ জুনে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। ২০১৮ সাল থেকেই ঝামেলা শুরু, পরে শামির পরিবারের সদস্যদের বিরুদ্ধে খুন ও ধর্ষণের হুমকি পর্যন্ত এনেছিলেন হাসিন! তাঁর দাবি ছিল ভারতীয় তারকা পেসার জড়িয়েছেন পরকীয়া সম্পর্কে।
For all the latest entertainment News Click Here