‘প্রিয়াঙ্কা চোপড়াকে দূর থেকে লুকিয়ে দেখতাম আর…’, ‘মডেল’ জীবনের কথা ফাঁস কঙ্গনার
কঙ্গনা রানাওয়াত -এরও একটি সময়ে তারকাদের প্রতি মোহ ছিল। এবং তা বেশ ভালোভাবেই ছিল। সেকথা একবার নিজেই স্বীকার করেছিলেন বলিপাড়ার এই ‘কন্ট্রোভার্সি কুইন’। আর তাঁর মোহ কোন তারকার প্রতি ছিল জানেন? তিনি আর কেউ নন, প্রিয়াঙ্কা চোপড়া।
সালটা ২০০৮। মধুর ভাণ্ডারকর-এর মুক্তি পেয়েছিল ‘ফ্যাশন’। ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা এবং কঙ্গনা। সেই সময়ে একজন প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ হওয়ার পাশাপাশি বলিপাড়ার অন্যতম তারকা-অভিনেত্রীর তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। অন্যদিকে, সেইসময়ে ইন্ডাস্ট্রিতে তখনও প্রায় নতুন মুখই ছিলেন কঙ্গনা। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কঙ্গনা নিজেই জানিয়েছিলেন এই ছবির শ্যুটিংয়ে সেটে প্রিয়াঙ্কা হাজির হলে আর পাঁচজন সাধারণ দর্শকের তাঁকে সামনে থেকে দেখে যে হাল হত, তাঁরও ঠিক সেই অবস্থাই হত। এমনকি সেটে লুকিয়ে, আড়চোখেও প্রিয়াঙ্কাকে দেখতেন তিনি।
কঙ্গনার কথায়, ‘তখন আমার কতই বা বয়স, ১৯ কিংবা ২০। ছোটই বলা যায়। তা প্রিয়াঙ্কাকে চোখের সামনে দেখে এত উত্তেজিত হয়ে পড়তাম যে কী বলব। বন্ধু বান্ধবদের বলতাম প্রিয়াঙ্কা কখন সেটে আসেন, কী করেন। প্রিয়াঙ্কা তখন ওই ছবিতে নিজের চরিত্রের মতই বলিউডের বিরাট এক তারকা। আর ওই ছবিতে আমি এক মডেলের ভূমিকায় ছিলাম। সেটের মধ্যেই দূর থেকে বাকি মডেল, অভিনেত্রীদের সঙ্গে রীতিমতো আড়চোখে, লুকিয়ে লুকিয়ে প্রিয়াঙ্কাকে দেখতাম।’
উল্লেখ্য, ‘ফ্যাশন’ ছবিতে দুরন্ত পারফর্মেন্সের সুবাদে ওই বছরের সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা। সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা হয়েছিলেন কঙ্গনাও। পরবর্তী সময়ে ২০১৩ সালে ‘কৃষ ৩’ ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা-কঙ্গনা। এরপর গত বছর ইন্সটাগ্রামে নিজের চিরাচরিত স্বভাবমতো প্রিয়াঙ্কার উদ্দেশেও তোপ দাগতে ছাড়েননি কঙ্গনা।
For all the latest entertainment News Click Here