প্রিয় তারকাদের বেছে নিলেন বাবর আজম, নেই কোহলির নাম
পাকিস্তানের বাবর আজম ওয়ানডেতে দ্রুততম পাঁচ হাজার রানের বিশ্ব রেকর্ড গড়েছেন (ODI তে দ্রুততম ৫০০০ রান)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে, বাবর ১১৭ বলে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। এটি করে, বাবর আজম তাঁর ওডিআই ক্যারিয়ারের ১৮ তম সেঞ্চুরি করেছিলেন। একইসঙ্গে দ্রুততম ৫ হাজার ওয়ানডে রান করার রেকর্ডও গড়েছেন তিনি। একইসঙ্গে মডার্ন ডে ক্রিকেটে বাবর তাঁর পছন্দের চার ব্যাটসম্যানের নাম প্রকাশ করেছেন বাবর আজম। কেন উইলিয়ামসন, আবদুল্লাহ শফিক, জো রুট এবং জোস বাটলারকে নিজের প্রিয় ব্যাটসম্যান হিসেবে বর্ণনা করেছেন বাবর আজম। এদের ব্যাটিং দেখতে তিনি উপভোগ করেন বলে জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।
আরও পড়ুন…. ছিটকে যাওয়া কেএল রাহুল-এর জায়গায় WTC Final 2023-এ ভারতীয় দলে কাকে দেখা যেতে পারে?
‘আধুনিক দিনের’ ক্রিকেটে বাবর আজম তাঁর প্রিয় ব্যাটসম্যানদের বেছে নিয়েছেন। তাঁর এই তালিকায় নেই বিরাট কোহলির নাম। বাবর আজম জানিয়েছেন তাঁর প্রিয় চার ক্রিকেটারের নাম হল, কেন উইলিয়ামসন, আবদুল্লাহ শফিক, জো রুট ও জোস বাটলার। বাবরের পরবর্তী লক্ষ্য পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো। ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান করার রেকর্ড গড়ার পর পাকিস্তানি অধিনায়কও তার পরবর্তী টার্গেট নির্ধারণ করেছেন।
আরও পড়ুন…. RCB নয়, কোহলিকে এই দলের জার্সিতে দেখতে চান পিটারসেন! ইংলিশ তারকার অদ্ভুত দাবি
বাবর আইসিসির ওয়েবসাইটে তার ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি পাকিস্তানের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিততে চান। বাবর আজম বলেছেন যে তিনি চান পাকিস্তান অধিনায়ক থাকাকালীন পাকিস্তান আবার ওয়ানডে বিশ্বকাপ আবার জিতুক। আসলে, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপ। পাকিস্তান এখন পর্যন্ত ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। এরপর থেকে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি পাকিস্তান দল। এবার সেই স্বপ্ন পূরণ করতে চান বাব আজম।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ওয়ানডেটি অনুষ্ঠিত হবে বাবরের ক্যারিয়ারের শততম ম্যাচ। ৭ মে পঞ্চম ওয়ানডে ম্যাচ হবে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যে। এই ওয়ানডে ম্যাচটি হতে চলেছে বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ১০০তম ম্যাচ। বাবর ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআইতে তাঁর প্রথম ম্যাচ খেলেন, তাঁর প্রথম ওডিআইতে বাবর ৫৪ রানের ইনিংস খেলেছিলেন।
ওডিআই অভিষেকের পর থেকে ১০০টি ওয়ানডে খেলতে কত সময় লেগেছিল?
এমএস ধোনি – ৩ বছর ২ মাস
বিরাট কোহলি – ৪ বছর ১০ মাস
জো রুট- ৫ বছর
এবি ডি ভিলিয়ার্স – ৫ বছর ৩ মাস
কেন উইলিয়ামসন – ৬ বছর ৪ মাস
স্টিভ স্মিথ – ৭ বছর ৭ মাস
বাবর আজম – ৮ বছর
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here