‘প্রিয়াঙ্কা, আলিয়াদের দেখে হিংসে হচ্ছে’, রাখঢাক না করে বলেই ফেললেন নীনা
‘আমিও যদি ওমন সুযোগ পেতাম!’ প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাটদের দেখে এখন এমনটাই মনে হচ্ছে অভিনেত্রী নীনা গুপ্তার। হ্যাঁ, একটু ‘হিংসে হচ্ছে’ বললেও হয়ত ভুল হয় না। আর একথা নিজেই জানিয়েছেন বর্ষীয়ান নীনা গুপ্তা।
বহুদিন ধরেই আন্তর্জাতিক অভিনয় দুনিয়ায় নিজের পরিচিতি তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবছর চতুর্থবার মেট গালার রেড কার্পেটে হেঁটেছেন তিনি। অন্যদিকে আরও এক বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও দেশ ছেড়ে আন্তর্জাতিক স্তরে নিজের পরিচিতি তৈরি করেছেন। এমনকি অস্কারের মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। আর এবার পালা ছিল আলিয়া ভাটের। মেট গালা ২০২৩-এ ডেবিউ করেছেন আলিয়াও। আবার হলিউডের ছবি ‘হার্ট অফ স্টোন’-এ অভিনয় করছেন তিনি। আর তাতেই নাকি হিংসে হচ্ছে বর্ষীয়ান নীনাগুপ্তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এনিয়ে মুখ খুলেছেন নীনা।
আরও পড়ুন-‘আমিই হচ্ছি শাকিবের প্রিয়তমা’, গুঞ্জনে শিলমোহর ছোটপর্দার ‘রঞ্জা’র
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা, দীপিকা, আলিয়াদের প্রসঙ্গ ধরে নীনা বলেন, ‘আমি ভাবি আমিও যদি এভাবে নিজেকে তুলে ধরতে পারতাম! প্রতি মুহূর্তে আমার এখন এমন মনে হয়। হেসে বলেন, প্রতি মুহূর্তে হিংসে হয়। এই যুগে দাঁড়িয়ে আমার বয়সও যদি কম হত, তাহলে আমিও অনেক কিছু অর্জন করতে পারতাম।’ নীনার কথায়, ‘আমি জানি, যেটাই চাইবেন, সেটাই নিজের কাছে থাকবে, বা পাবেন এমনটা নয়। এই বয়সেও আমার কাছে যে সমস্ত কাজ আসছে তার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ। তবে হ্যাঁ, যখন আমি ওদের দিকে তাকাই তখন খুব হিংসে হয়, যখন দেখি সুন্দর সুন্দর গাউন পরে ওরা আন্তর্জাতিক মঞ্চে হেঁটে বেড়াচ্ছে।’
নীনা বলেন, ‘যদি কোনওদিন আন্তর্জাতিক স্তরে এমন কোনও অনুষ্ঠানে ডাক পাই, তাহলে আমি আর আমায়ে মাসাবা একই ধরনের পোশাক পরে পোজ দেব। যদি ওঁরা কখনও আমায় ডাকে তো, কারণ আমার আর গাউন পরার মতো শরীর নেই। তবে আমায় ডাকা হলে আমি শাড়ি পরব। কিন্তু কেউই তো আমায় ডাকছে না (মজা করে)। ডাকলে মেয়ে মাসাবাকে বলব আমায় সাজিয়ে দিতে।’
প্রসঙ্গত, সম্প্রতি ‘চার্লি চোপড়া এবং দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালির’ কাজ শেষ করেছেন নীনা গুপ্তা। এখন তিনি ‘মেট্রো ইন দিনো’ ছবির শ্যুটিং করছেন।
For all the latest entertainment News Click Here