প্রিটোরিয়াসের বদলি হিসেবে টি-২০ বিশ্বকাপে প্রোটিয়া দলে মার্কো জানসেন
শুভব্রত মুখার্জি: টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে জায়গা করে নিলেন নবীন বাঁহাতি পেসার মার্কো জানসেন। কয়েকদিন আগেই প্রোটিয়াদের যে দল অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হয়েছিল সেখানে জায়গা পেয়েছিলেন পেসার ডোয়েন প্রিটোরিয়াস। পরবর্তীতে তিনি চোট পান। বাঁহাতের বুড়ো আঙুলে চোট পান। চোটের কারণে তাকে ছিটকে যেতে হয় বিশ্বকাপের দল থেকে। সেই জায়গাতেই দলে জায়গা পেয়েছেন মার্কো জানসেন।
ভারতের বিরুদ্ধে সম্প্রতি টি-২০ সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে হওয়া সেই সিরিজেই চোট পান প্রিটোরিয়াস। পরবর্তীতে সেই চোটের কারণেই বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে যায় তার অভিযান। বুধবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে প্রিটোরিয়াসের বদলি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মার্কো জানসেনর। ২২ বছর বয়সি পেসারকেই অলরাউন্ডার প্রিটোরিয়াসের বদলি হিসেবে বেছে নিয়েছে তেম্বা বাভুমার দেশের ক্রিকেট বোর্ড। রিভার্জ যে দল অস্ট্রেলিয়াতে যাচ্ছিল সেই দলের সদস্য ছিলেন জানসেন। এবার সেখানে তার পরিবর্ত হিসেবে জায়গা পেয়েছেন লিজাড উইলিয়ামস।
প্রসঙ্গত আন্তর্জাতিক টি-২০তে এখন পর্যন্ত একবার মাত্র দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জানসেন। ২০২২ সালের জুন মাসে ভারত সফরে জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন জানসেন। রাজকোটের সেই ম্যাচে ৩৮ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়াও জাতীয় দলের হয়ে ৭টি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচেও খেলেছেন তিনি। এছাড়াও জানসেন আইপিএলের ফ্রাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেলেছেন। ২৪ অক্টোবর বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচ খেলবে। প্রতিপক্ষ একটি কোয়ালিফায়ার থেকে আসা দল।
For all the latest Sports News Click Here