প্রায় ৩ কোটির মার্সিডিজ গাড়ি কিনলেন নীতু, কেন এত দাম, কী আছে গাড়িতে
কাপুর পরিবার বলিউডে নামের পাশাপাশি তাঁদের বিলাসবহুল জীবনের জন্যও বেশ পরিচিত। বিবাসবহুল বাড়ি থেকে দামী গাড়ির কালেকশন, সবের জন্যই তাঁরা শিরোনামে থাকেন। সম্প্রতি নতুন বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন অভিনেত্রী নীতু কাপুর। মার্সিডিজ মেব্যাক জিএলএস ৬০০, এই গাড়ির মূল্য ২.৯২ কোটি টাকা।
বলিউড অভিনেতারা অবশ্য তাঁদের বিলাসবহুল ব্যক্তিগত জীবনের কারণেও শিরোনামে থাকেন। মুম্বইতে মার্সিডিজ-বেঞ্জ গাড়ির ফ্র্যাঞ্চাইজি পার্টনারের অফিসিয়াল পেজ থেকে মিসেস কাপুরের নতুন গাড়ি কেনার সময়ের ছবি শেয়ার করা হয়েছে। অভিনেত্রীকে নতুন গাড়ির জন্য শুভেচ্ছাও জানানো হয়েছে ওই অফিসিয়াল পেজ থেকে। আরও পড়ুন: ‘কালিন ভাইয়া’ পঙ্কজের মেয়েকে চেনেন? ‘এ তো পুরো বাবার মতো’ বলছেন অনেকেই
দেখুন ছবি এবং ভিডিয়ো-
মার্সিডিজ-বেঞ্জ মেব্যাচ জিএলএস হল জার্মান অটোমেকারের সবচেয়ে বিলাসবহুল SUV। বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটি যেমন- অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা এবং রণবীর সিংয়ের মতো তারকাদের গ্যারেজে রয়েছে এই এসইউভি-র কালেকশন।
ইলেকট্রনিক স্লাইডিং প্যানোরামিক সানরুফ, ১২.৩ ইঞ্চি ডুয়াল-স্ক্রিন ডিসপ্লে, নানা রকমের আলোর ব্যবস্থা, সর্বোত্তম বিলাসিতা, আরাম রয়েছে মার্সিডিজ মেব্যাক জিএলএস ৬০০-এ। গাড়ির আসনেই রয়েছে ম্যাসাজ, হট ও কুলিং ফাংশন এবং অবশ্যই পছন্দের সিট পজিশন। পিছনের সিটে একটি ফ্রিজও রয়েছে।
বিশাল মেব্যাক জিএলএস স্ট্যান্ডার্ড জিএলএস-এর মতোই বিশাল দৈর্ঘ্যের গাড়ি। তবে মেব্যাক সংস্করণটি তার নতুন স্টাইলিংয়ের জোরে বিলাসিতাকে অন্য মাত্রা দিয়েছে। এর গ্রিল পুরোটাই ক্রোমের। টু-টোন পেইন্টের সাথে পাবেন এই গাড়ি। এতে রয়েছে বিশাল ২২ ইঞ্চি অ্যালয় হুইল। দাম ২.৫ কোটি টাকা থেকে শুরু হলেও এর টপ ভ্যারিয়েন্টের দাম পড়তে পারে প্রায় ৪ কোটি টাকা। 4.0-লিটার টুইন-টার্বো V8 হালকা হাইব্রিড মডেল। 580 bhp ও প্রায় 1000Nm টর্ক পাওয়া যাবে এই গাড়ি থেকে। স্ট্যান্ডার্ড 9-স্পিড অটোমেটিক গিয়ারবক্সে চলে এই গাড়ি।
‘লেটার্স টু মিস্টার খান্না’ ছবিতে অভিনয় করছেন সানি কৌশল এবং শ্রদ্ধা শ্রীনাথ। পরিচালকের আসনে রয়েছেন মিলিন্দ ধৈমাদে। মা-ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি। আগামীতে এই ছবিতে দেখা যাবে নীতু কাপুরকে।
For all the latest entertainment News Click Here